ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মেষের বিদেশ যাত্রা, কর্মে সফল মিথুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুন ৬, ২০১৬
মেষের বিদেশ যাত্রা, কর্মে সফল মিথুন

আজ কেমন যাবে
তারিখ- ০৬/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ –২০ এপ্রিল)  
প্রেমের সম্পর্কে আপনার মনের ধারণায় পরিবর্তন আসবে। অচেনা বা দূরবর্তী বন্ধুকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

কর্মে মিশ্র ফল লাভ হবে। ব্যবসায়ে আর্থিক লাভের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রা সুযোগ আসবে। আর্থিক যোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৪

বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
কোনো নতুন মানুষের সঙ্গে কথা বলে তার প্রতি আপনার ভালবাসা জন্মাতে পারে। অল্প সময়ের কোনো পরিচিত মানুষের প্রতি গড়ে উঠতে পারে বিশ্বাস, আর্থিক ক্ষেত্রে সমস্যার যোগ আছে। ভ্রমণের সুযোগ আসবে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬

মিথুন: (২২মে-২১ জুন)
প্রেমে কখনও আপনার মনে হতে পারে আপনি সাড়া পাচ্ছেন কখনও মনে হতে পারে আপনার পছন্দের মানুষটি আপনার দিকে গুরুত্বই দিচ্ছে না। কর্মে সফলতার যোগ আছে। ভূগতে পারেন শারীরিক সমস্যায়। কোনো আত্মীয়ের খবর আপনাকে খুশি করবে। যাত্রা যোগ মঙ্গলময়।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১০

কর্কট: (২২ জুন-২২ জুলাই)
সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে আপনার পছন্দের কিছু জিনিস ত্যাগ করতে হতে পারে। কর্মে উন্নতিতে বাঁধা আছে। পারিবারিক যোগাযোগের ফলে ব্যবসায়ে উন্নতির সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে যাত্রা যোগে বাঁধার।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১২

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  
আপনি সচেষ্ট হলে আপনার আশেপাশের পরিবেশ নিজের পক্ষে আসতে থাকবে। প্রেমে বাঁধা দূর করতে ‍ চেষ্টা করতে হবে। সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: কালো, শুভ সংখ্যা: ৭

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)  
কাছের মানুষরা আপনার প্রতি কিছুটা বিষণ্ন হতে পারে। নিজের উন্নতির জন্য কিছুটা আত্মকেন্দ্রিক হতে হবে। প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। দামি জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
নিজেকে কিছুটা গুছিয়ে নেবার সুযোগ পাবেন। কী হতে পারতো এটা না ভেবে সামনের সম্ভাবনাগুলোর দিকে নজর দিন। বিনোদনের সুযোগ আসবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। দাম্পত্য সুখের যোগ বর্তমান।

শুভ রং: হলুদ,   শুভ সংখ্যা : ১০

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কাছের কেউ আপনার কাছে তথ্য গোপন করতে পারে। প্রেমে কিছু জটিলতার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ে সমস্যা বাড়তে পারে। শারীরিক সমস্যার যোগ আছে। ভ্রমণের সম্ভাবনাও যথেষ্ট। যাত্রা যোগ শুভ।

শুভ রং: লাল,  শুভ সংখ্যা: ৮

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে প্রেমের বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। পরিবারে সমস্যার যোগ আছে। শিক্ষায় উন্নতির যোগ আছে। হাঁটুতে সমস্যা হতে পারে। বিনোদনের সুযোগ আসবে । যাত্রা যোগ শুভ।

শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ২০

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কোন কাজের জন্য নিজেকে বিশেষভাবে তৈরি করতে হবে। প্রেমের বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য যোগ শুভ। ব্যবসায়ে সমস্যার যোগ আছে। আর্থিক যোগে বাঁধা আছে। যাত্রা যোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪

কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)  
কোনো অভ্যাস আপনার উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। আর্থিক যোগ শুভ। নতুন প্রেমের যোগ আছে।   ভ্রমণের সুযোগ আসবে। যাত্রা যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আপনার দীর্ঘ প্রচেষ্টার ফলে লাভ করতে পারেন কর্মে সফলতা। দামি জিনিস হারানোর সম্ভাবনা আছে। বিনোদনের সুযোগ। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। যাত্রা যোগ শুভ। আর্থিক যোগ মিশ্র। শুভ দিক উত্তর।

শুভ রং: লাল,  শুভ সংখ্যা: ১৪

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।