ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

পরিবারে শান্তি ফিরবে মকরের, মিথুনের কর্মে ভুল-ভ্রান্তি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জুন ৭, ২০১৬
পরিবারে শান্তি ফিরবে মকরের, মিথুনের কর্মে ভুল-ভ্রান্তি

আজ কেমন যাবে
তারিখ: ০৭/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপনার সমস্ত চিন্তা-ভাবনা জুড়ে থাকবে আপনার প্রেমিক-প্রেমিকা। ব্যবসায় লাভ বাড়বে।

দাম্পত্য সুখের যোগ আছে। বিদেশ ভ্রমণের বিষয়ে সমস্যা আসতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনি নিজের আবেগের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে পারেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। আত্মীয়দের দ্বারা ক্ষতির সম্ভাবনা। শারীরিক সমস্যার যোগ আছে। ব্যবসায় লাভ বাড়বে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
কোনো কারণে আপনার ধৈর্যচ্যুতি ঘটবে। প্রেমের ক্ষেত্রে মনে অস্থির ভাব বজায় থাকবে। কর্মে ভুল-ভ্রান্তি হতে পারে। ব্যবসায় মিশ্রযোগ বর্তমান।   পরিবারে মতবিরোধ বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনাকে আপনার পরিবারের আশা আকাঙ্ক্ষার দিকটি ভুলে গেলে চলবে না। শিক্ষায় উন্নতির যোগ আছে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বিনোদনের সুযোগ। ঘাড় ও কোমরের সমস্যা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
আপনাকে দুরকম কথা বলে এমন কোনো মানুষ সমস্যায় ফেলতে পারে। প্রেম নিয়ে আপনার কাছে ভুল তথ্য তুলে ধরে সমস্যা সৃষ্টি করতে পারে কেউ। শিক্ষায় উন্নতির যোগ। বিদেশ ভ্রমণে বাধামুক্তি। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
ইচ্ছাশক্তি থাকলে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে বেশ কিছু মানুষ। বিদেশ থেকে শুভ সংবাদ আসবে। পরিবারে খুশি ফিরে আসবে। সম্পত্তি লাভের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কেনাকাটার বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আইনি জটিলতা। সম্পর্কে সংশয়। শারীরিক সমস্যার যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার মনে কোনো একজনের ছবি বারবার আসতে পারে। নতুন প্রেমের সম্পর্কে এগোবার আগে মানুষটির সব দিক সম্পর্কে নিশ্চিত করুন। কর্মে উন্নতির যোগ। পরিবারে বিতর্ক বাড়তে পারে। আর্থিক লাভ। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেম নিয়ে সমস্যাগুলি ক্রমাগত বাড়তে থাকবে। কর্মে উন্নতির যোগ আছে। পরিবারে শান্তি ফিরে আসবে। কোনো বিষয় নিয়ে বিভ্রান্তি দেখা দিতে পারে। ভ্রমণে বাধার যোগ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমিক বা প্রেমিকা সাময়িক সময়ের জন্য দূরে যেতে পারে। কর্মে সফলতার যোগ। পরিবারে বিরোধ মিটে শান্তি ফিরবে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কোনো মানুষ সম্পর্কে আপনাকে কেউ বারবার খারাপ কথা বলে উত্তেজিত করে তুলতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর্থিক লাভ এবং সম্পত্তি লাভ হতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নতুনভাবে শুরু করা সম্পর্কে ফিরে আসবে ভালোবাসা। কর্মে সহকর্মীর বাধা জটিল আকার ধারণ করতে পারে। একটু সময় নিয়ে যে কোনো কথার পরিপ্রেক্ষিতে মন্তব্য করুন। ভ্রমণের সম্ভাবনা আছে। আর্থিকযোগ মিশ্র। শুভ দিক দক্ষিণ-পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।