ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের ব্যবসায় উন্নতি, বৃষের পথে সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জুন ৯, ২০১৬
মকরের ব্যবসায় উন্নতি, বৃষের পথে সমস্যা

আজ কেমন যাবে
তারিখ: ০৯/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
পারিবারিক সম্মানের বিষয়টি তুলে আপনার আত্মীয়দের তরফে প্রেমের বিষয়ে বাধা আসতে পারে। পরিচিতের মাধ্যমে সমস্যার সমাধান।

ব্যবসায় সাফল্যের যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনো ঘটনার কথা আগে থেকে জানতে পারলে আপনি সজাগ হতে পারতেন। আপনার না জানার সুযোগ নেবে আপনার কোনো পরিচিত। প্রেম ও আর্থিক বিষয়ে সমস্যা আছে। পথে সমস্যার যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন: (২২মে – ২১ জুন)
কোনো কাজে সাময়িক নিজের পরিচয় গোপন করতে হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমে বন্ধুর সাহায্য লাভ হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেম নিয়ে আপনার বন্ধুদের সতর্কবার্তা হয়তো এড়িয়ে গেছেন। কিন্তু প্রেমের সমস্যায় বেশি সাহায্য দরকার পড়বে বন্ধুদের। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় সমস্যার যোগ আছে। আর্থিকযোগ মিশ্র। শিক্ষায় উন্নতি।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
আপনার আনন্দ আপনাকে খুঁজে নিতে হবে। নিজেকে বন্ধুদের থেকে সরিয়ে নেওয়ার মতো ভুল করবেন না। প্রেমের সমস্যা সমাধানের দিকে যাবে। শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কারও অনুগত হয়ে কাজ আদায়ের চেষ্টা সফল হবে না। সরাসরি কথা বলুন ও নিজের অধিকার বুঝে নিন। কর্মে উন্নতিতে সাময়িক বাধা। প্রেমে সাফল্য লাভ। শারীরিক সমস্যার যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
সফলতার প্রথম ধাপে আয়নাকে বেশ কিছুটা কষ্ট সহ্য করতে হবে। সম্পর্কে সংশয় আর্থিক সমস্যা ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হতে পারে। আত্মীয়দের প্রবেশে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার পরিকল্পনা মতো সময়ে কোনো জিনিস না এসে পৌঁছানোর আপনি সমস্যার মুখে পড়তে পারেন। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। কর্মে উন্নতিতে বাধা আছে। ব্যবসায় একাধিক সমস্যা আসতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার ইচ্ছাশক্তি আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। কর্মে উন্নতির যোগ। বিদেশে বাণিজ্যের সুযোগ আসতে পারে। শিক্ষাযোগে বাধা আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
নিজের দেওয়া কথা রাখতে গিয়ে আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক ক্ষতি হলেও নতুন যোগাযোগ আপনার ব্যবসার উন্নতি ঘটাবে। কর্মক্ষেত্র মিশ্র ফললাভ। বিনোদনের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনার কাজকর্মের জন্য সমাজে আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। প্রেমের জন্য দিনটি শুভ। বিনোদনমূলক স্থানে ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সঠিক তথ্য না জানার ফলে কাজে সমস্যা হতে পারে। প্রেম নিয়ে  পরিবারের কারও সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বাধা আসার যোগ। ব্যবসায় আয় বাড়বে। যাত্রাযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।