ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যা-তুলার বেগুনি শুভ রং, বৃষের লাল

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
কন্যা-তুলার বেগুনি শুভ রং, বৃষের লাল

আজ কেমন যাবে
তারিখ: ২৪/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেমের ক্ষেত্রে আপনাকে অপরপক্ষের মনের কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে। মনকে স্থির রাখতে পারলে কর্মে উন্নতির যোগ।

ব্যবসার ক্ষেত্রে নিজের উপর ভরসা বজায় রাখুন। যাত্রাযোগে বাধা আছে। আর্থিকযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
প্রেমের ক্ষেত্রে নিজের মনের কথা শুনুন। অন্য কেউ আপনাকে তার মতামত দিলে এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে অন্যায় দেখলে প্রতিবাদ করুন। নিজের মনকে কষ্ট দিয়ে অন্যকে খুশি কারার চেষ্টা করবেন না। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন: (২২মে – ২১ জুন) 
নতুন পরিবর্তন মেনে নিন। নতুন পরিবর্তনের ফলে আপনার সার্বিক উন্নতি হবে। প্রেমের বিষয়ে অন্যকে ভরসা করলে সমস্যা বাড়বে। পরিবারে কারও শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে শুভযোগ। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
আপনার পছন্দ অন্যকে প্রভাবিত করতে দেবেন না। আপনার সমস্যার কথা প্রকাশ করলে সেটির সমাধান হতে পারে। আপনার অনুরোধে কাজ হবে। প্রেম নিয়ে হতাশ হবে না। কর্মক্ষেত্রে মিশ্রযোগ। ব্যবসায় শুভযোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেম সংক্রান্ত আবেগ আপনাকে এতোটাই প্রভাবিত করতে পারে যে আপনি আপনার মনের উপর নিয়ন্ত্রণ হারাবেন। কর্মে উন্নতিতে বাধার কারণগুলি খুঁজতে হবে। শিক্ষায় উন্নতি। যাত্রায় শুভযোগ বর্তমান। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬ 

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আপনি আপনার মনের ভাব প্রকাশ করলেও যেটুকু আপনি গোপন করতে চান সেটা গোপন থাকবে। সাময়িক সমস্যা হলেও সাফল্য লাভ করবেন। যাত্রাযোগে বাধা আছে। বিশেষ যাত্রায় বাধা। আর্থিকযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১০

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
আপনার দায়িত্ব বদল হতে পারে। কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। ব্যবসায় সফলতা লাভ। শিক্ষা শুভ। প্রেম নিয়ে সমস্যা থাকবে। পরিবারে সম্পত্তি নিয়ে মতবিরোধ দেখা যেতে পারে। যাত্রাযোগে বাধা।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৯৪ 

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
বেড়াতে গিয়ে নতুন মানুষের সঙ্গে আলাপ বা প্রেমের প্রস্তাব পেতে পারেন। কারও প্রভাবে প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। আর্থিকযোগ শুভ।  

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
অল্প চেষ্টাতেই নিজের উদ্দেশ্য সফল করে বেরিয়ে আসতে পারবেন। কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগে উন্নতির সম্ভাবনা। প্রেমযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭৭

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
দিনের মধ্যে কাজের লক্ষ্যমাত্রা ঠিক করলে সফল হতে পারবেন। যাত্রাযোগ শুভ। কর্মক্ষেত্রে ও ব্যবসায় সফলতার যোগ আছে। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬৯

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
চেষ্টা করে বিফল হলে হাল ছাড়বেন না। একাধিকবার চেষ্টার পরেই সাফল্য আসবে। প্রেম নিয়ে হতাশ হবেন না। চেষ্টা চালিয়ে যেতে হবে। দাম্পত্য সম্পর্কের সমস্যা মিটবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩৮

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেম নিয়ে সমস্যার যোগ। যাত্রাযোগে শুভ ফল। আর্থিকযোগ শুভ। কর্মক্ষেত্রে সামান্য পরিমাণে সমস্যা থাকতে পারে। শুভ দিক পশ্চিম। আর্থিকযোগ শুভ।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা: ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।