ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্কটের মানসিক অবসাদ দূর, তুলার আর্থিক সতর্কতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
কর্কটের মানসিক অবসাদ দূর, তুলার আর্থিক সতর্কতা

আজ কেমন যাবে
তারিখ: ২৬/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেম নিয়ে আপনার মন ও মস্তিষ্ক আলাদা কথা বলবে। মনের নিয়ন্ত্রণ কঠিন হতে পারে।

কর্মে উন্নতির যোগ। ব্যবসায় নতুন সুযোগ আসবে। সন্তানের শিক্ষায় শুভ ফল লাভ। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেমের মানুষটিকে খুঁজে নিতে সময় লাগবে। কর্মে উন্নতির যোগ। সঙ্গী নিয়ে চিন্তা বাড়বে। আর্থিক সুবিধা লাভ করতে সক্ষম হবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯১

মিথুন: (২২মে – ২১ জুন)
সবার অগোচরে শুরু হতে পারে আপনার প্রেম। কর্মক্ষেত্রে সমস্যা মেটার সম্ভাবনা। ব্যবসায় চিন্তা বাড়বে। শিক্ষাযোগ শুভ। নতুন ব্যবসায় সুবিধা লাভ। শুভ দিক উত্তর।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনার প্রেমের সম্পর্ক নতুন মোড়ে এসে দাঁড়াবে। শারীরিক সমস্যা বাড়বে। মানসিক অবসাদ দূর হবে। শিক্ষায় বাধা আসতে পারে। ব্যবসায় আর্থিক সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাত্রাযোগে বাধা।

শুভ রং :সবুজ, শুভ সংখ্যা : ৭১

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ছোট ছোট লাভ লোকসান নিয়ে ব্যস্ত থাকার ফলে বড় লাভের সুযোগ হারাতে পারেন। অতিথির আগমন হবে। চোখের সমস্যা। কর্মে উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। শুভ দিক পূর্ব।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পুরনো প্রেম নিয়ে বর্তমানে সমস্যার যোগ আছে। কর্মক্ষেত্রে উত্তেজনা দেখা দিতে পারে। পরিবারে দেখা দিতে পারে সমস্যা। সন্তানকে নিয়ে চিন্তা আপনাকে অন্যমনস্ক করে তুলবে। প্রেমে সাফল্য আসবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর –২৩ অক্টোবর)
আপনার ভুলে যাওয়ার সমস্যা আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। আর্থিক বিষয় নিয়ে সতর্কতা দরকার। প্রেমের ক্ষেত্রে বন্ধুর ব্যবহার আপনাকে অবাক করবে। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা বাড়বে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আগের অভিজ্ঞতা কাছের কোনো মানুষের উদ্দেশ্য বুঝতে আপনাকে সাহায্য করবে। সম্পত্তি নিয়ে বিবাদ মিটতে পারে। কর্মক্ষেত্রে নতুন সমস্যা আসবে। ভ্রমণের সুযোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনাকে অবাক করেই এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকে অবাক করবে। নতুন মানুষের সঙ্গে আলাপ আপনার ব্যবসায় উন্নতি ঘটাবে। ব্যবসায় সমস্যার সমাধান। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা :  ৪

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আপনার আশপাশের দুনিয়ার সঙ্গে তাল মেলাতে কিছু সমস্যা হতে পারে। কর্মে ব্যাঘাত ঘটার যোগ। ব্যবসার পরিকল্পনায় বাধামুক্তি। প্রেম নিয়ে ইতিবাচক ঘটনার মুখোমুখি হবেন। শিক্ষাযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১

কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি)  
আপনার প্রেমিক বা প্রেমিকার ভরসা আদায় করতে আপনাকে বেশ কসরত করতে হবে। মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আর্থিক লাভ ও উন্নতির সুযোগ আসবে। শিক্ষায় শুভযোগ বর্তমান। ভ্রমণের সুযোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনি যত আপনার পছন্দের মানুষের কাছে যেতে চেষ্টা করবেন সে তত আপনাকে দূরে সরিয়ে দেবে। তবে এটা সাময়িক। কর্মে উন্নতির যোগ আছে। পারিবারিক বিষয়ে নতুন সুযোগ আসবে। ভ্রমণের যোগ। প্রেমযোগ শুভ। শুভ দিক পূর্ব।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।