ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

যে বাস্তু টিপস বদলে দেবে জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
যে বাস্তু টিপস বদলে দেবে জীবন

মাত্র কয়েকটি বাস্তু টিপসে বদলে যেতে পারে জীবন। অনেকেই প্রশ্ন করেন, বাস্তুমতে ভাগ্য পরিবর্তন সম্ভব? এর উত্তর অবশ্যই সম্ভব।

তবে তার জন্য মানতে হবে কিছু নিয়ম।

নিয়ম-১: বাড়িতে ঢোকার মুখে কোনো খালি দেওয়াল থাকলে সেটিকে খালি না রেখে ছবি লাগান। ।

নিয়ম-২: মন চঞ্চল? তাহলে উত্তর –পূর্ব দিকে একটু বসে থাকুন। মনঃসংযোগ করতে পারলে আরও ভালো।

নিয়ম-৩: উত্তর-পূর্ব দেয়ালে এমন ছবি লাগান যেখানে লম্বা পথ দেখা যাচ্ছে, সূর্যমুখী ফুলের ছবিও লাগাতে পারেন।

নিয়ম-৪: পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য একটি পারিবারিক ছবি লাগাতে পারেন। তবে অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে। ছবিটি সোনালি ফ্রেমে বাঁধানো হলে ভালো হয়।

নিয়ম-৫: পূর্ব দিকে পড়ার টেবিল রাখুন।

নিয়ম-৬: পূর্ব দিকের দেয়ালে সূর্যোদয়ের ছবি লাগাতে পারেন। সামাজিক সম্পর্ক ভালো হবে।

নিয়ম-৭: চেষ্টা করুন বাড়ির দরজা জানলার যোগফল যেন জোড় সংখ্যার হয়।

নিয়ম-৮: অর্থের জোগান সবসময় ভালো রাখতে লাল রঙের ঘোড়ার ছবি লাগান।

নিয়ম-৯: রাতে শোয়ার সময় স্ত্রী স্বামীর বাঁদিকে শুলে দাম্পত্য শান্তি বজায় থাকে।

নিয়ম-১০: খাটের নীচটি পরিষ্কার ও ফাঁকা রাখুন। ভবিষ্যতের পক্ষে শুভ।

নিয়ম-১১: রান্নাঘরে গ্যাস ও পানির কল যতটা সম্ভব দূরে রাখুন।

নিয়ম-১২: শোয়ার ঘর বানান বাড়ির দক্ষিণ পশ্চিমের ঘরগুলি।

নিয়ম-১৩: উত্তর পূর্ব দিকে মাছের অ্যাকুরিয়াম রাখুন, জীবনে উন্নতি হবে।

নিয়ম-১৪: ঘরের পূর্বদিকে সবুজ গাছ রাখুন। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো হবে।

নিয়ম-১৫: উপরের ১৪টি নিয়ম মেনে চলার অভ্যাস করুন।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।