ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সহকর্মীর সহযোগিতা মেষের, ব‍ৃষের দাম্পত্যে বাধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
সহকর্মীর সহযোগিতা মেষের, ব‍ৃষের দাম্পত্যে বাধা

আজ কেমন যাবে
তারিখ- ০৩/০৭/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
পথের বাঁকে খুঁজে পেতে পারেন আপনার মনের মানুষকে। দাম্পত্য জীবনে সুখ।

সহকর্মীদের সহযোগিতা। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। ভ্রমণের যোগ শুভ। বন্ধুদের সাথে বিনোদনের যোগ আছে। আর্থিক যোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কখনও আপনার মনের মানুষের মধ্যে যা দেখতে চান ঠিক সেই প্রত্যাশা আপনার পূরণ নাও হতে পারে। দাম্পত্যে বাঁধা আসতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। বিদেশ ভ্রমণে সমস্যা আসতে পারে। আর্থিক লাভ হবে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)

দক্ষিণ-পশ্চিম দিক শুভ। আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ ঠকে তার কোনো ভুলের ফলে মন আঘাত পেতে পারেন। দাম্পত্যে সুখের যোগ আছে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। যাত্রায় শুভ যোগ আছে। আর্থিক বিষয়গুলির সমাধান হবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনার মনের মানুষের উপর ভরসা করতে পারেন। তিনি আপনার সমস্যার সময়ে আপনাকে সামাল দেবেন। সম্পর্ক নিয়ে চিন্তা কিছুটা কমবে। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন । ব্যবসায়ে নতুন দিক উন্মোচিত হবে।   যাত্রায় শুভ যোগ আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
বন্ধু বা আত্মীয়ের বিদায়ে মন ভারাক্রান্ত হতে পারে। ব্যবসায়ে সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্র শুভ ফল লাভ করবেন। পথে আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর্থিক যোগ মিশ্র। আর্থিক সমস্যা কমবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

প্রেম নিয়ে নানা সমস্যার সম্ভাবনা আছে। পিছন থেকে শত্রুতার চেষ্টা বাড়তে পারে। তবে তাতে আপনার বিশেষ অসুবিধা হবে না। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। শিক্ষায় শুভ যোগ আছে। ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও দান করার ফলে মানসিক শান্তি পাবেন। যাত্রায় শুভ যোগ বর্তমান।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
আপনার কাজে পারিবারের পক্ষ বাধা আসতে পারে। দাম্পত্যে সমস্যার সমাধান হবে। প্রেমের জন্য দিনটি শুভ। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে সমস্যা আসতে পারে। পারিবারিক ভ্রমণের যোগ আছে । যাত্রায় শুভ যোগ।

শুভ রং, নীল   শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার এক সাধারণ সহকর্মী গোটা কর্মক্ষেত্রের মুশকিল আসান হয়ে দাঁড়াতে পারে। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ও নতুন বন্ধুত্ব হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ। যাত্রায় শুভ যোগ বর্তমান।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

নতুন প্রেম আপনার মনের স্থিরতা বারবার ভেঙে দিতে পারে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ আছে। যাত্রা যোগ শুভ। বিদেশ ভ্রমণের জট মুক্তি হবে। কর্মক্ষেত্রে বিতর্ক বাড়তে পারে। আর্থে শুভ যোগ বর্তমান। হাড়ের সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।

শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা: ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নতুন মানুষের ব্যক্তিত্ব আপনাকে প্রভাবিত করবে। পরিবারের সঙ্গে আনন্দ অনুষ্ঠানে যোগ দেবার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে শুভ খবর আপনাকে আনন্দিত করবে। ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ বর্তমান। প্রেমে বাঁধা আসবে। যাত্রায় শুভ যোগ বর্তমান।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
নতুন পরিকল্পনার শুরু হতে দেরি হবে। ব্যবসায়ে নতুন সমস্যার শুরু হতে পারে। প্রেম নিয়ে কিছু সমস্যা থাকবে। যাত্রায় বাঁধা আসতে পারে। পশ্চিম দিক শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমের পথ কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। আপনার স্বপ্নকে সার্থক   করতে গিয়ে বেশ কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কর্মে সমস্যার যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং :বাদামি,  শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।