ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বৃশ্চিকের সন্তান নিয়ে চিন্তা, কর্কটের নতুন কাজে সাফল্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
বৃশ্চিকের সন্তান নিয়ে চিন্তা, কর্কটের নতুন কাজে সাফল্য

আজ কেমন যাবে
তারিখ: ০৬/০৭/২০১৬


 

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
নিরাশার অন্ধকারের পর আশার ভোর- এই সত্য আপনি উপলব্ধি করতে সক্ষম হবে। প্রেমের পথ কঠিন হলেও সফল হবেন।

কর্মে উন্নতির যোগ আছে। প্রেমে বাধা লাভ। পরিবারে সমস্যার যোগ আছে। দাম্পত্যে মনোমালিন্যের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনার প্রেম শুরু হবে ক্ষণিকের ঘটনার মধ্যে দিয়ে। পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে কথাবার্তা হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। ব্যবসায় লাভ বৃদ্ধি। প্রলোভনের ফাঁদে পড়তে পারেন। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসার সফলতার সবচেয়ে বড় বাধা আপনার লজ্জা। নিজের লজ্জা ত্যাগ করে আপনার কাজ সম্পর্কে মানুষকে বলুন সফলতা আসবে। বিশেষ যাত্রার সুযোগ। কর্মে উন্নতি। প্রেমে সংশয়ের যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনার কাছ থেকে উপকার নেওয়ার পর আপনাকেই সমস্যায় ফেলবে কোনো আত্মীয়। দাম্পত্য সুখের সম্ভাবনা। নতুন কাজে সফলতার যোগ। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)
কারও সঙ্গে সমস্যা হলে সেখানে পরবর্তী সময়ের জন্য রাস্তা খুলে রাখবেন। প্রেমে সমস্যার সম্ভাবনার যোগ। দাম্পত্যযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
নিজের তথ্য অন্য কারও জানাবেন না। আপনার তথ্য ব্যবহার করে ক্ষতি করার চেষ্টার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতির যোগ। পারিবারিক সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সম্পত্তি সমস্যার সমাধানের ইঙ্গিত আছে। প্রেমযোগ শুভ। শারীরিক সমস্যার সম্ভাবনা। আর্থিকলাভ শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। ব্যবসায় শুভযোগ। নতুন উদ্যোগ নিয়ে আলোচনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অন্যের ভরসায় থেকে বিশেষ সুবিধা লাভ করতে পারবেন না। ভ্রমণের সুযোগ আছে। নতুন বন্ধুত্ব ও প্রেম হওয়ার সম্ভাবনা। দাম্পত্য সমস্যার সাফল্য। সন্তানকে নিয়ে চিন্তা দেখা দেবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমের সম্পর্ক সামনে রেখে আপনাকে চাপ দেওয়া হতে পারে। দাম্পত্যযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। পারিবারিক সমস্যার যোগ। আর্থিক উন্নতির যোগ। শারীরিক সমস্যা। পথে বিড়ম্বনা। যাত্রাযোগে বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
হতাশা দূরে সরিয়ে রেখে জীবনকে উপভোগ করুন। পরিবারে সম্পত্তি নিয়ে অশান্তির সমাধান হবে। কনিষ্ঠদের সঙ্গে সমস্যার সমাধানের যোগ আছে। প্রেমে সফলতা লাভ করবেন। শিক্ষায় উন্নতির যোগ। শুভ দিক পশ্চিম।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেম নিয়ে অনেকে অনেক রকমের কথা বলবে। কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে আপনি অবিচল থাকুন।   দাম্পত্যে সমস্যার যোগ আছে। কর্মে উন্নতির যোগ। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নতুন বন্ধুত্বে আআত পাওয়ার যোগ আছে। প্রেমযোগ মিশ্র। কর্মে উন্নতির সম্ভাবনা। যাত্রাযোগে বাধা। বিনোদনের সুযোগ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।