ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেম নিয়ে সমস্যা মীনের, কর্মক্ষেত্রে ধীরে চলুন বৃশ্চিক

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
প্রেম নিয়ে সমস্যা মীনের, কর্মক্ষেত্রে ধীরে চলুন বৃশ্চিক

আজ কেমন যাবে
তারিখ: ১১/০৭/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
শেষ মুহূর্তের কোনো পরিবর্তন আপনার পরিকল্পনাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। প্রেম নিয়ে হঠাৎ আসা সমস্যা আপনাকে বিচলিত করতে পারে।

শিক্ষায় শুভযোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধুর কোনো কাজ আপনাকে হতাশ, বিরক্ত করতে পারে। কিন্তু সেই বিরক্তি প্রকাশ করার মতো সুযোগ আপনি পাবেন না। কারণ তার হাতেই আটকে থাকতে পারে আপনার কোনো কাজ। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
বাইরের সমস্যা বাড়িতে বয়ে নিয়ে এলে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে। উন্নতির যোগ থাকলেও কোনো একজন মানুষের প্রভাবে সেটি নষ্ট হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বাহ্যিক বিষয় ও শুধু কথাবার্তা শুনে কাউকে বিশ্বাস করবেন না। শুভ দিক উত্তর। উত্তর দিক থেকে শুভ খবর আসার সম্ভাবনা আছে। প্রেমযোগ মোটের উপর শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭০

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
প্রেমযোগ শুভ। কিন্তু শুভযোগ বজায় থাকার পরেও প্রেম নিয়ে আপনার বিপক্ষে গভীর চক্রান্ত হতে পারে। আপনাকে প্রভাবিত করে এমন কিছু করিয়ে নেওয়া হতে পারে যা আপনি মন থেকে করতে চান না। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
হালকা চালে আপনাকে কথার মাধ্যমে আঘাত করতে পারে কেউ। আপনাকে তোল্লাই দিয়ে কাজ আদায়ের চেষ্টা হতে পারে। শিক্ষায় শুভযোগ বর্তমান। তবে কর্মে সমস্যা আসতে পারে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর –২৩ অক্টোবর)
তর্কে না গিয়ে পারিবারিক বিষয়ে আপস করলেই আপনার পক্ষে সুবিধা হবে। প্রেম নিয়ে জটিলতা সামনে এলে অপেক্ষা করাই শ্রেয়। কর্মক্ষেত্রে উত্তেজনা এড়িয়ে যাওয়া দরকার। আর্থিকক্ষেত্রে সমস্যার যোগ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর)
যত মাথা গরম করবেন পরিস্থিতি তত দ্রুত আপনার হাত থেকে বেরিয়ে যাবে। কর্মক্ষেত্রে ধীরে চলার নীতি নিন। একই নীতি প্রেমের ক্ষেত্রেও গ্রহণীয়। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২

ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর)
কোনো জরুরি কাগজ বা দামি জিনিস খুঁজে না পাওয়ার ফলে মন মেজাজ খারাপ হতে পারে। শিক্ষায় শুভযোগ। যাত্রায় শুভ ফল লাভের আশা। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

মকর: (২২ ডিসেম্বর –২০ জানুয়ারি)  
কর্মক্ষেত্রে কোনো সহকর্মী আপনাকে সমস্যায় ফেলতে পারে। ব্যবসায় সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। প্রেমযোগ কিছুটা সমস্যাসঙ্কুল থাকবে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
শারীরিক সমস্যা সমাধানের অনেকটাই নির্ভর করছে আপনার ইচ্ছাশক্তির উপর। মানসিকভাবে না ভেঙে পড়ে লড়াই করুন। পরিবারকে পাশে পাবেন। আপনার শক্তির উৎস হতে পারে আপনার ভালোবাসা।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কাজ আদায়ের জন্য আপনাকে কেউ অর্থের প্রস্তাব দিতে পারে। এ বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রেম নিয়ে সমস্যার সম্ভাবনা। পারিবারিক বিষয়ে কিছুটা সমস্যা কমবে। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।