ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বন্ধুর মাধ্যমে মিথুনের প্রেম, তুলার আর্থিক ক্ষতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
বন্ধুর মাধ্যমে মিথুনের প্রেম, তুলার আর্থিক ক্ষতি

আজ কেমন যাবে
তারিখ- ১২/০৭/২০১৬


মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কাজের সময় অন্য কেউ আপনাকে বারবার বিরক্ত করতে পারে। কাজে ভুল হওয়া নিয়ে কর্মক্ষেত্রে ও ব্যবসাতে সমস্যা হবে।

আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টাতে বাধা আসবে। প্রেম যোগ মিশ্র।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম নিয়ে সমস্যা তিক্ততার পর্যায়ে চলে যেতে পারে। সম্পর্কে ভাঙনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর্থিক ক্ষেত্রের প্রভাব পরিবারের ওপর পড়বে। শারীরিক সমস্যার যোগ আছে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩১

মিথুন: (২২মে – ২১ জুন)
বন্ধুর সাহায্যে প্রেমের রাস্তায় সফলতা আসতে পারে। আবার অন্য কোনো বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কর্মে উন্নতিতে সমস্যা আসতে পারে। আর্থিক যোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৬

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পুর‍ানো ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। ছোট আঘাত নিয়ে সমস্যার সম্ভাবনা যথেষ্ট। আর্থিক দিকে সুখবর আসতে পারে। নতুন উদ্যমে কাজ করার উৎসাহ পাবেন। প্রেম যোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট) 
রোজকার একই কাজের মধ্য আসবে কিছুটা নতুনত্বের স্বাদ। প্রেমের সম্পর্কে উন্নতির যোগ আছে। দাম্পত্য সমস্যা পরিবারের বড়দের মাধ্যমে সমাধান হবে।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:৮

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) 
চিকিৎসকের পরামর্শে খাবার বিষয়ে নিয়ন্ত্রণ আনতে হবে। শারীরিক সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন। প্রেম থেকে আঘাত পাওয়ার যোগ আছে। আর্থিক যোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
এ রাশির জাতকরা একবার কাজ করার উৎসাহ পাবেন কিছুক্ষণ পরেই আবার উৎসাহ হারাবেন-এ সমস্যা আপনাকে অস্থির করে তুলতে পারে। কোনো কিছুতেই মন বসাতে পারবেন না। আর্থিক ক্ষতির ও প্রেমের সম্পর্কে সমস্যার যোগ আছে।

শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ৭১

বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
একবার কোনো একজনকে ভরসা যোগ্য মনে হতে পারে, একটু পরই কোনো ঘটনায় অপর একজনকে মনে হতে পারে উপকারী বন্ধু। বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা আছে। প্রেম যোগ শুভ। আর্থিক ক্ষতির যোগ আছে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
নতুন সুযোগ আসতে পারে। তবে পদেপদে বাধাও থাকবে। প্রেমের ক্ষেত্রেও বাধা আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে। আর্থিক যোগ শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনি গোপন করতে চাইলেও সহকর্মীরা আপনার দুর্বলতা সবার সামনে নিয়ে আসার চেষ্টা করবে। কর্ম ক্ষেত্রে সমস্যার যোগ আছে। প্রেম নিয়ে সমস্যা থাকবে। আর্থিক ক্ষেত্রে ক্ষতির যোগ আছে। যাত্রা যোগে শুভ ফল লাভ হতে পারে।
 
শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২০

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
নিজের কাজ অন্যের ওপর চাপিয়ে দিলে এক্ষেত্রে সমস্যা বাড়বে। কাজ পণ্ড হবারও যথেষ্ট সম্ভাবনা আছে। আর্থিক ক্ষেত্রে সমস্যার যোগ আছে। প্রেম নিয়ে সমস্যা থাকবে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নতুন বন্ধু করার আগে সতর্ক হোন। প্রেমের সম্পর্ক নিয়ে সমস্যায় পড়তে পারেন। শিক্ষায় শুভ যোগ আছে। আর্থিক বিষয় নিয়ে সমায় থাকবে। কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবার যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।