ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বৃষের প্রেমযোগ, বাণিজ্যের সম্ভাবনা কর্কটের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
বৃষের প্রেমযোগ, বাণিজ্যের সম্ভাবনা কর্কটের

আজ কেমন যাবে
তারিখ- ১৩/০৭/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্ক থেকে যতোটা সম্ভব দূরে থাকুন। কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে প্রেম ও কাজ দু’টি বিষয়েই সমস্যা বাড়বে।

আর্থিক দিকে সমস্যা কিছুটা বাড়তে পারে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ভ্রমণের পরিকল্পনা করেও শেষ মুহূর্তে তা নিয়ে সমস্যার মুখোমুখি হতে পারে। পরিবারে মতের অমিল সামনে আসার যোগ আছে। আর্থিক বিষয় নিয়ে সমস্যা গভীর হতে পারে। প্রেম যোগ মোটের উপর শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

মিথুন: (২২মে – ২১ জুন)
দরকারের সময় আপনি আত্মীয়দের থেকে সাহায্য চেয়ে পাবেন না। শারীরিক সমস্যার কারণে বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে বাধা আসতে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বাণিজ্যের কথাবার্তা চালানোর মধ্যে দিয়ে কিছু নতুন সম্ভাবনার জন্ম হতে পারে। নতুন বাণিজ্যিক সম্ভাবনা আপনাকে আর্থিক লাভের দিকে নিয়ে যাবে। প্রেম যোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২১

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
কর্মক্ষেত্রে আপনাকে টপকে অন্য কেউ উঁচু পদটি দখল করে বসতে পারে। মানসিক চাপ কাটাতে বন্ধুদের সঙ্গে সময় কাটান। পরিবারে বাইরের অশান্তির ফলে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। প্রেম যোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আপনি যেমন পরিকল্পনা করবেন বাস্তবের পরিস্থিতি তার থেকে বেশ কিছুটা আলাদা হবে, এটা ভেবে নিয়ে এগোলে আপনি অনেকটা সুবিধা জনক জায়গায় থাকবেন। প্রেম নিয়েও আপনার পরিকল্পনা এবং বাস্তবের তফাত হবে। আর্থিক যোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
প্রেম নিয়ে সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নিলে ফল সমস্যাজনক হতে পারে। তবে একেবারে ভাবনা-চিন্তা না করেও সিদ্ধান্ত নেবেন বা। পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতার মুখোমুখি হতে হবে। শুভ দিক উত্তর।

শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
জমান আর্থ খরচ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ব্যবসায় সাময়িক মন্দা দেখা দিতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা করা সঠিক সময় এখন নয়। প্রেমে নতুন বাঁক আসতে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোন বিষয়ে নিয়ে কর্মক্ষেত্রে ধুন্ধুমার অবস্থার সৃষ্টি হতে পারে। শারীরিক দিক থেকে সমস্যা দেখা দিতে পারে। প্রেম যোগে ইতিবাচক ঘটনা ঘটবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১১
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেম নিয়ে বদল হতে পারে পরিবারের অবস্থান। কোন একজন আত্মীয়ের সাহায্যে আপনি সফলতার দিকে কিছুটা এগিয়ে যেতে পারেন। অপরিচিত কোন মানুষ আপনাকে আপনার লক্ষ্যে সাহায্য করবে। আর্থিক যোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২১

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনার ব্যক্তিগত জীবনে কোন আত্মীয় অযাচিতভাবে প্রবেশ করে তার মতামত জানান দিতে পারে। প্রেম যোগে শুভ ফল লাভ হবে। তবে পারিবারিক ক্ষেত্রে মাথা গরম করে ফেলার ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার ব্যস্ততার বিষয়টি আপনার কাছের মানুষরা নাও বুঝতে পারে। এর ফলে কিছুকিছু সময়ে অশান্তির সম্ভাবনা রয়েছে। প্রেম যোগ শুভ। কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতের অমিল হবার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে।

শুভ রং : আকাশী, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমজেএফ/

 

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।