ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যার প্রেম নিয়ে তাড়াহুড়ো নয়, সিংহের শুভসংখ্যা ৭১

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
কন্যার প্রেম নিয়ে তাড়াহুড়ো নয়, সিংহের শুভসংখ্যা ৭১

আজ কেমন যাবে
তারিখ- ১৬/০৭/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
নতুন সম্পর্কের মধ্যে ফাটলের সম্ভাবনা আছে। দু’জনের বাইরে এমন কেউ এই সম্পর্কে প্রভাব ফেলতে পারে যে আপনাদের (জাতক এবং জাতিকা) জন্য মোটেও শুভ নয়।

আর্থিক যোগ মিশ্র।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
দাম্পত্য ক্ষেত্রের সমস্যায় পরিবারের অতিরিক্ত মত প্রকাশের ফলে জটিলতা বাড়বে। সমস্যার মূলে আর্থিক বিষয় হলে সেটি মিটতে সময় লাগবে। প্রেমযোগ মিশ্র। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ১৬

মিথুন: (২২ মে – ২১ জুন)
শেষ মুহূর্তে এসে প্রায় হয়ে যাওয়া কাজ পণ্ড হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সময়ে কর্মক্ষেত্রে না পৌঁছাতে পারলে সমস্যার আশঙ্কা। প্রেম যোগে শুভ ফল লাভ করবেন। দাম্পত্য সমস্যা কিছুটা সমাধানের দিকে যাবে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনি বারবার একই ভুল করে ফেলেন। একই পরিস্থিতিতে আপনি মেজাজ হারান। এই সমস্যাগুলো সমাধান করতে পারলেই সাফল্য আপনার কাছে ধরা দেবে। প্রেমের ক্ষেত্রে সমস্যা কম এবং সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। শুভ দিক পশ্চিম।
 
শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
মিথ্যে অজুহাত দিয়ে আপনাকে পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা হতে পারে। পরিবারের ভেতরের কোনো মানুষ আপনার এগোনোর পথে বারবার বাধা সৃষ্টি করবে। প্রেমযোগ শুভ।

শুভ রং: কালো, শুভ সংখ্যা: ৭১

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পরিস্থিতির ওপর নজর রেখে সিদ্ধান্ত নিন। প্রেম নিয়ে তাড়াহুড়ো করতে গেলে আখেরে ক্ষতি হতে পারে। আবেগপ্রবণ হয়ে পড়লে আপনার ভাগ্যে ক্ষতির আশঙ্কা বাড়বে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬২

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
হালকা কথাবার্তার ওপর ভরসা করে সিদ্ধান্ত নিলে বিপদে পড়বেন। সমস্যার যোগ আছে। আপনার কাঁধে আসতে পারে নতুন দায়িত্ব। ইচ্ছে না থাকলেও পারিবারিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
একাধিক জটিলতায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এক এক করে সমাধানের চেষ্টা করুন। আর্থিক যোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৮১
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অন্য কারও প্ররোচনায় আপনার ক্ষতির হওয়ার আশঙ্কা আছে। আপনার বিরুদ্ধে পরিবারের মধ্যে ভুল ধারণা ছড়ানো হতে পারে। একই ঘটনা কর্মক্ষেত্রে ঘটার আশঙ্কাও আছে। প্রেমযোগ শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২০

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কোনো বিষয় আপনি নিশ্চিন্ত হলেও শেষ মুহূর্তে নতুন সমস্যা দেখা দিতে পারে। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। যাত্রাপথে নতুন বন্ধুত্ব হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
ভবিষ্যতের আশাব্যঞ্জক ভাবনা আপনাকে বাস্তব থেকে দূরে সরিয়ে নিচ্ছে। ভবিষ্যতের ভাবনা ছেড়ে বর্তমানের চিন্তা করলে সফল হবেন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নিজের মত জোর দিয়ে প্রকাশ না করতে পারলে আপনাকে কেউ গুরুত্ব দেবে না। গুরুত্বহীনতা নিয়ে চিন্তা করে বিশেষ লাভ হবে না। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শুভ দিক পশ্চিম।  

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৪১

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।