ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যার ভ্রমণযোগ, বৃষের শুভকর্মে উন্নতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
কন্যার ভ্রমণযোগ, বৃষের শুভকর্মে উন্নতি

আজ কেমন যাবে
তারিখ: ১৭/০৮/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আলাপচারিতায় অকৃত্রিম থাকুন, কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না। প্রেমযোগ শুভ।

শিক্ষায় শুভযোগ বর্তমান। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবছেন? তাহলে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ বলে মনে হচ্ছে। প্রেমের জন্য শুভকর্মে উন্নতির যোগ আছে। শিক্ষাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন: (২২ মে – ২১ জুন)
সৃজনশীলতা ও উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নেবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা পুরস্কৃত করবে। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। আর্থিকক্ষেত্রে সফলতা আসবে। যাত্রাযোগে বাধা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক না হলেও এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। কর্মে উন্নতির যোগ। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রতিবেশীরা পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে করতে পারেন। প্রেমে সাফল্য। ভ্রমণের যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে। চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন। প্রেমে বাধা আছে। কর্মে উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন। শিক্ষা নিয়ে সমস্যার যোগ। প্রেমযোগ শুভ। আর্থিকক্ষেত্রে বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে। ইতিবাচক ফলাফল পেতে কাজে মনোযোগ দিতে হবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
উত্তেজনা এড়িয়ে চলুন, কারণ এটি স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। টাকা-পয়সার অবস্থার উন্নতি হবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমিকার মেজাজের পরিবর্তন দোদুল্যমান হতে পারে। কর্মক্ষেত্রে সমস্ত জিনিস সত্যিই রহস্যময় হয়ে যেতে পারে। প্রেম-বিবাহ আজ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।