ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ভ্রমণ খরচসাপেক্ষ হবে মকরের, টাকা আটকাবে মেষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
ভ্রমণ খরচসাপেক্ষ হবে মকরের, টাকা আটকাবে মেষের

আজ কেমন যাবে
তারিখ: ০৩/০৯/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
টাকা আটকে থাকবে। বেশি খরচ করবেন অথবা অর্থ অন্য স্থানে রাখবেন।

অসতর্কতার কারণে কিছু লোকসান হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে সমস্যা।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
উদ্বেগহীন মনোভাব বাবা-মায়ের চিন্তার কারণ হতে পারে। তাই কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে একজন ভালো বন্ধু আজ সত্যিই বিরক্তিকর হতে পারে। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আর্থিক বিষয়গুলির সমাধান হবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আনন্দদায়ক সফর ও সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
অন্যদের অসন্তুষ্ট না করা এবং পারিবারিক প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়া দরকার। এটি পেশা সংক্রান্ত সেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময়, যা আপনি বেশ কিছু সময় ধরেই ভাবছিলেন। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে। প্রেমযোগ শুভ। যাত্রায় শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দৃঢ় পদক্ষেপ ও সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে। যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। প্রেমযোগ শুভ।

শুভ রং: নীল,  শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আবেগের দিক থেকে এটি খুব একটা ভালো দিন হবে না। কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন। বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সঙ্গে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান। নতুন প্রেমের জন্য শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মোটের উপর এক লাভজনক দিন। কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে। প্রেমে সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে। কখনও কখনও তিক্ততা থেকে সম্পর্ককে রক্ষা করতে আপনার শান্ত থাকা প্রয়োজন। দিনটি ধৈর্য পরীক্ষা করতে পারে। প্রেমযোগ মিশ্র।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
যদি আপনি সাম্প্রতিককালে হতাশবোধ করে থাকেন তাহলে মনে রাখা উচিত সঠিক কাজ ও চিন্তা অত্যধিক সেই প্রয়োজন থেকে অব্যাহতি দেবে। প্রেমযোগ মিশ্র। পশ্চিম দিক শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে যা পরিবারকেও মুগ্ধ করবে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন। প্রেমে বাধা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।