ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের সম্পর্কে উন্নতি, বৃষের আর্থিক সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
মকরের সম্পর্কে উন্নতি, বৃষের আর্থিক সমস্যা

আজ কেমন যাবে
তারিখ: ০৪/০৯/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্রে নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনার যোগাযোগ কৌশল ও কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে।

প্রেমে সমস্যা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আত্মীয়দের কারণে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। দিনের শেষে সবকিছু সুন্দরভাবে মিটে যাবে। প্রেমযোগ শুভ। আর্থিক সমস্যার যোগ। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৫

মিথুন: (২২মে – ২১ জুন) 
ভালোবাসার ক্ষেত্রে প্রয়োজন হলে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীরা উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ায় অভ্যস্ত থাকতে হবে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯


কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব। নিজের চেহারা ও ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। প্রেম ও দাম্পত্য মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২ 

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
দুশ্চিন্তার ভাবনাগুলি আপনার খুশিকে নষ্ট করতে পারে। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬ 

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আর্থিক বিনিয়োগের সময় কোনো হঠকারি সিদ্ধান্ত নেবেন না। আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সবকিছুতে সম্মত হতে পারবেন না। তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
অফিসের পরিবেশ প্রতিকূল হতে পারে। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। প্রেমযোগ শুভ। প্রেম নতুন উদ্যম নিয়ে আসবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫ 

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
কাজে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
সমস্যা গুরুতর আকার নিতে পারে। কিন্তু আপনার চারপাশের মানুষেরা সমস্যা লক্ষ্য করবে না। প্রেম নিয়ে সমস্যা বাড়তে পারে। আর্থিকক্ষেত্রটি মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২০

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন। নতুন প্রেম আসতে পারে জীবনে। সম্পর্কে উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ।
 
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। ব্যবসায় অংশীদারি সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেমে বাধা পেরিয়ে সফলতা আসতে সময় লাগবে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। আর্থিকযোগ শুভ। কর্মে উন্নতিতে বাধা। শুভ দিক দক্ষিণ-পশ্চিম।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।