ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেমযোগ শুভ সিংহের, প্রতারিত হবার আশংকা ধনুর

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
প্রেমযোগ শুভ সিংহের, প্রতারিত হবার আশংকা ধনুর

আজ কেমন যাবে
তারিখ- ১৬/০৯/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেম নিয়ে মনে নানা প্রশ্ন উঠতে পারে। আপনার সঙ্গী বিচলিত হতে পারেন যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন।

বিদেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। শিক্ষাযোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষেত্রে সহকর্মীর চক্রান্ত। বড়সড় পরিকল্পনা নিয়ে কেউ দৃষ্টি আকর্ষণ করবে। কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। প্রেম এবং দাম্পত্যে শুভযোগ বর্তমান। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ১৬

মিথুন: (২২মে – ২১ জুন)
সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। প্রেমযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমে বাধা কাটবে। সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালভাবে বুঝতে পারবে। ভ্রমণ এবং শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে। যাত্রাযোগ শুভ।
 
শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। অপ্রয়োজনীয় ক্ষতি এড়াতে সতর্কভাবে এবং যথাযথ উপদেশ নিয়ে সমস্ত লগ্নি করতে হবে। শুভ দিক পশ্চিম। প্রেমযোগ শুভ।

শুভ রং: কালো, শুভ সংখ্যা: ৭১

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমে বাইরের কারোর মতামতে অশান্তি। বন্ধু অথবা  সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন; যেহেতু তাঁরা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারেন।

শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা: ৬২

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
স্বপ্ন,দুশ্চিন্তা ত্যাগ করুন। সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। অধস্তন বা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে। শুভ দিক উত্তর। প্রেমযোগ শুভ।

শুভ রং: হলুদ,   শুভ সংখ্যা: ১৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বিনিয়োগ করা এবং ঝুঁকি নেওয়ার পক্ষে দিনটি ভালো নয়। যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং: লাল,  শুভ সংখ্যা: ৮১

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রতারিত হবার আশংকা আছে। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির কারণে বিঘ্নিত হতে পারে। প্রেমে বাধা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ২০

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
বন্ধুত্ব গাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবীদার হবে। প্রেমজীবন ভাল দিকে মোড় নিতে যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ভ্রমণে বাধা আসতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং: লাল,  শুভ সংখ্যা: ৪১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।