ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকর, কুম্ভ ও মীনের শুভ সংখ্যা ১৭, মেষের কাজে সফলতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
মকর, কুম্ভ ও মীনের শুভ সংখ্যা ১৭, মেষের কাজে সফলতা

আজ কেমন যাবে
তারিখ- ১৮/০৯/২০১৬, রোববার

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেমে অন্য কারোর তৈরি জটিলতায় সমস্যা হবে। কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে।

কোনো অবস্থান লাভ করতে সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন: (২২মে – ২১ জুন)
বাচ্চাদের সঙ্গে বিতর্ক মানসিক চাপ আনতে পারে। একটি সময়ের পরে নিজেকে ধকল দেবেন না কারণ কিছু নির্দিষ্ট সমস্যা থেকে দূরে থাকাই শ্রেষ্ঠ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আর্থিক দিক সামলানোর সময় বাড়তি সতর্কতা এবং যত্ন দরকার। বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে। মতপার্থক্যে দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
বন্ধুর প্রতিশ্রুতি ভঙ্গ। নতুন বন্ধুর সঙ্গে আলাপ। কর্মক্ষেত্রে সমস্যা। ব্যবসায়ে মূলধনের সংকট। সুযোগ হাতছাড়া। প্রেম মিশ্র। যাত্রায় বাধা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। অপ্রয়োজনীয় ক্ষতি এড়াতে সতর্কভাবে এবং যথাযথ উপদেশ নিয়ে সমস্ত লগ্নি করতে হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
ভুল স্বীকার অনুকূলে যাবে। কিন্তু কীভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে। প্রেম শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং সাদা,   শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমে গোপন শত্রুতার যোগ আছে। টাকা-পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না। পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না, এতে শান্তি নষ্ট হবে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
রাশিচক্রে প্রেম শুভ।   একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সঙ্গে হাত মেলানোর আগে ভেবে নিন। যাত্রা শুভ।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৪১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
দীর্ঘ স্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন। গার্হস্থ্য বিষয়ক সমস্যা ভারাক্রান্ত করতে পারে এবং আপনার কাজের দক্ষতা নষ্ট করতে পারে। প্রেম শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সৃজনশীল প্রকৃতির চাকরির সঙ্গে নিজেকে জড়িত করুন। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আর্থিকযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন। অনুগ্রহ পূর্ণভাবে তাদের সাহায্য গ্রহণ করুন। অবশ্যই অনুভূতি এবং চাপ নিজের মধ্যে চেপে রাখবেন না। প্রেম শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১৭

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।