ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

নতুন আশার আলো মীনের, মেষের সম্মানপ্রাপ্তি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
নতুন আশার আলো মীনের, মেষের সম্মানপ্রাপ্তি

আজ কেমন যাবে
তারিখ: ১০/১০/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
নানা দিক থেকে সম্মানপ্রাপ্তির যোগ। ব্যবসা ভালো উদ্যমের সঙ্গে এগিয়ে যাবে।

সন্তানের কর্মে অগ্রগতি। গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। যাত্রাযোগ শুভ। প্রেমযোগে বাধা আসতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ইতিবাচক চিন্তা মাথায় থাকলে সেটা কাজে লাগবে। শত্রুপক্ষকে দুর্বল ভাবলে আঘাত করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য সঙ্গ দেবে না। প্রেম নিয়ে জটিলতা বাড়তে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৪

মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসায় অপ্রত্যাশিত লাভে মন খুশিতে ভরে উঠবে। আপনি যে কাজ করতে ভালোবাসেন সেই কাজে লিপ্ত হবেন। আর্থিক পাওনা নিয়ে অশান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে মনে আঘাত লাগতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় সুসংবাদ বাড়িতে আসতে চলেছে। অপরিচিত মানুষদের যতটা পারবেন এড়িয়ে চলুন। ভালো সহকর্মী পাশে থাকায় কাজে জোর পাবেন। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। ব্যবসায় বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। প্রেমযোগে বন্ধুর সাহায্য পাবেন। হাঁটা-চলা খুব সাবধানে করা উচিত। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমের ক্ষেত্রে সুখবর আসতে পারে। বিদ্যার্থীদের শুভ ফল পেতে ধৈর্য ধরতে হবে। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। শুভ দিক দক্ষিণ। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬৬

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
চুরি বা জিনিস লোপাট হওয়ার বিষয়ে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন। প্রেমে সফলতার যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং:  হলুদ, শুভ সংখ্যা : ৯২

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মস্থলে নিজের ‘সিক্রেট’ গোপন রাখুন। প্রেমের ক্ষেত্রে সঙ্গী থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায় বিশেষ লাভের শুভযোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ সামনে আসবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯৬

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
খুব তুচ্ছ কারণে কর্মস্থলে হেনস্তা হতে পারেন। আপনার অতিরিক্ত পরিশ্রমের ফল পাবেন। নিজের কর্তব্য পালন না করলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে বাধা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের ক্ষেত্রে কঠিন সময় কাটিয়ে উঠবেন। বেশি খরচ নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। শরীরের উপরি অংশে ব্যথা বা আঘাতের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নতুন আশার আলো সামনে আসবে। গোপন কথা কারও সঙ্গে আলোচনা করলে ক্ষতি হতে পারে। লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। প্রেমের ক্ষেত্রে সফলতা আসতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।