ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ভোগবিলাসে আর্থিক চাপ তুলার, কর্কটের আর্থিক ক্ষতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
ভোগবিলাসে আর্থিক চাপ তুলার, কর্কটের আর্থিক ক্ষতি

আজ কেমন যাবে
তারিখ: ১১/১০/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
বাবা-মায়ের সাহায্যে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি ব্যাপারে আলোচনা হতে পারে।

ব্যবসায় লাভ। কর্মচারী নিয়ে বিবাদ হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনো ভালো কাজের জন্য মনে আনন্দ বাড়তে পারে। ভালো খবর আসতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। পরিবার ও বন্ধুদের সঙ্গে কোনো কাজ আলোচনা করে তবেই করুন। শুভ দিক পশ্চিম। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন: (২২মে – ২১ জুন)
বাড়ির লোকের সঙ্গে মতবিরোধ সমস্যায় ফেলবে। ব্যবসার দিকে ভালো সময়। প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে। শিল্পীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। নিজের শরীরের প্রতি নজর দিন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নতুন বন্ধুর অথবা নতুন প্রেমের সম্ভাবনা। আর্থিক ক্ষতি হওয়ার যোগ বর্তমান। বাড়িতে অশান্তির জন্য কাজের গণ্ডগোল হতে পারে। গবেষণার কাজে চাপ বাড়বে।
 
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
পায়ে কোনো প্রকার আঘাত লাগতে পারে। প্রেম নিয়ে বদনাম থেকে সাবধান থাকুন। অপরের ভালো করলেও বদনাম হতে পারে। আপনার ব্যবহারে কোনো ভুল নিজের ক্ষতি করতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমে বাধা আসতে পারে। পরিবারে কোনো কারণে বিবাদ হতে পারে। বাড়িতে বাড়তে পারে খরচের চাপ। সন্তানের জন্য মনের আনন্দ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
ব্যবসার দিকে খুব ভালো খবর আসতে পারে। চাকরির স্থানে ভালো কাজের জন্য উচ্চব্যক্তির কাছে সম্মান বাড়তে পারে। ভোগবিলাসের জন্য আর্থিক চাপ সৃষ্টি। প্রেমে সফলতা মনে আনন্দ আনবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বন্ধুর কাছ থেকে কোনো আঘাত মনে দাগ কাটতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। বিলাসিতার খরচ বাড়বে। প্রেমের সাফল্য আসতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অন্যের কারণে সম্মান নষ্ট হতে পারে। প্রেম বা দাম্পত্যে ছোট কারণে বিবাদ বাড়তে পারে। ব্যবসায় লাভ। পেটের সমস্যা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কাজের চাপ অতিরিক্ত বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে কোনো কারণে বিবাদ। প্রেম নিয়ে চিন্তা। সম্পত্তি নিয়ে কোনোরূপ চিন্তা সামনে আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কোনো কাজ না করে সেই কাজের ভুলের জন্য বদনাম নিতে হবে। বাড়িতে একটু খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে চাপ নিয়ে চিন্তা বাড়বে। শরীরে একটু দুর্বল ভাব দেখা দিতে পারে। প্রেমযোগ মিশ্র। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আগুন থেকে সাবধান থাকুন। আর্থিক বিষয় নিয়ে চিন্তা অতিরিক্ত বাড়বে। কাজের জন্য চাপ বাড়তে পারে। দিনের শেষে অর্থ নিয়ে সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে। প্রেমে সফলতা পাবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।