ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অনিদ্রায় সিংহ, তুলা ও মীনে মেজাজ নিয়ন্ত্রণ করুন

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
অনিদ্রায় সিংহ, তুলা ও মীনে মেজাজ নিয়ন্ত্রণ করুন

আজ কেমন যাবে
তারিখ- ১৯/১০/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
গুরুত্বপূর্ণ কাজটি আজ সবার আগে করতে হবে। আর্থিক বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন।

খরচের সম্ভাবনা আছে। সঠিক সময়ে রাগ ও কথাবার্তায় সংযত রাখতে সক্ষম না হলে মতানৈক্যে জড়াতে পারেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামোটি। প্রেমযোগ মিশ্র। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধান থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে বিতর্ক ও অর্থহীন চিন্তাভাবনা ত্যাগ করুন, নয়তো এগুলো আজকের দিনটিকে নষ্ট করে দেবে। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটি আনন্দদায়ক ও অনুকূল হবে। সারাদিন হাসিখুশি থাকবেন। দুশ্চিন্তার কালো মেঘ আজ অনেক দূরে থাকায় আনন্দিত বোধ করবেন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা ও ভাইবোনদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। একটি ছোট ভ্রমণেরও ব্যবস্থা করতে পারেন, যেটি খুবই আনন্দদায়ক হবে। ভাগ্য আজ উজ্জ্বল, প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে আজ আপনি সাফল্য পাবেন। শুভ দিক পশ্চিম। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
আপনার মধ্যে শক্তি ও উদ্দীপনা কম থাকবে তাই নয়, শারীরিক ও মানসিকভাবেও আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন না। পরিবারে মতবিরোধের কারণ হতে পারে অথবা আপনি কিছুটা হতাশায় ভুগবেন। অনিদ্রায় ভুগতে পারেন। প্রেম মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো সামাজিক স্বীকৃতি ও অবস্থানের অবনতি ঘটাতে পারে। আনন্দ ও উদ্দীপনার অভাব আপনার দিনটিকে একঘেয়ে করে তুলতে পারে। জল থেকে দূরে থাকুন। প্রেমযোগ মিশ্র। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ভ্রমণের পরিকল্পনাটি আজ সম্ভব হলে স্থগিত রাখুন। হজমের কারণে সমস্যায় পড়তে পারেন। সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো সারাদিন আপনার মাথায় ঘুরপাক খাবে। কাজে সাফল্য না পাওয়ায় হতাশ হবেন। প্রেমযোগ মিশ্র। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বিতর্কিত আলোচনায় অংশ নিতে যাবেন না। শিল্প ও সাহিত্যে আজ আপনার আগ্রহ থাকবে। প্রিয়জনদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। সুস্থ থাকবেন এবং শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকবেন। যারা অসুস্থ তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। প্রতিযোগীদের পরাজিত করতে সক্ষম হবেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে আজ দেখা করতে পারেন। মায়ের থেকে সুসংবাদ পাওয়ারও সম্ভাবনা আছে। অসম্পূর্ণ কাজগুলো আজ সম্পন্ন হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আর্থিক পরিকল্পনাটি আজ সম্ভব হলে স্থগিত রাখুন। হজমের কারণে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে বিষয়গুলো সারাদিন আপনার মাথায় ঘুরপাক খাবে। কাজে সাফল্য না পাওয়ায় প্রেম নিয়ে হতাশ হবেন। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ আপনাকে নিজের মেজাজের উপর কড়া নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রেমযোগ মিশ্র। পূর্ব নির্ধারিত কাজগুলোতে মনঃসংযোগ করুন। কারণ আজ কাজে কিছু বাধা আসতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।