ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে কন্যার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে কন্যার

আজ কেমন যাবে

তারিখ- ২০/১০/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেম নিয়ে নিজের মতামতকে প্রাধান্য দিন। ব্যবহারের দিকে খেয়াল রাখুন।

আক্রমণাত্মক মানসিকতা ও তিক্ত কথাবার্তায় বাড়ির সুন্দর পরিবেশটি নষ্ট হতে পারে।   যাত্রা যোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
অগ্রগতি খুব মসৃণ হবে না।  পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াবেন না। নতুন প্রকল্পে কাজ শুরু করুন, কারণ দিনটি লাভ দায়ী। সংক্রমণ এড়াতে খাওয়াবার দিকে নজর দিন। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। প্রেম যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
অল্পেতেই রেগে যেতে পারেন, তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। নয়তো এটি আপনার বাড়ির ও অফিসের পরিবেশকে নষ্ট করে দিতে পারে। কথা বলার আগে ভেবে বলুন। বিষয়টি মাথায় রাখলে আপনি নানা কঠিন পরিস্থিতিও সহজেই মোকাবেলা করতে পারবেন। প্রেম যোগ শুভ। যাত্রা যোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬


কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
যেকোনও মূল্যে নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। দুপুরের পর অবস্থার উন্নতি হবে। বাড়ির পরিবেশ বন্ধুত্বপূর্ণ ও শান্তিময় হয়ে উঠবে। কাজের ক্ষেত্রে ভালো ফলাফল আর সময়ের কাজ সময়ে সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি লাভ করবেন। প্রেম যোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
দিনের প্রথমভাগটি আপনার অনুকূল হবে, তবে দ্বিতীয় ভাগটি নয়।  কিছু সমস্যা দেখা দেবে। বাড়ির পরিবেশও বেশ বন্ধুত্বপূর্ণ হবে এবং এর ফলে পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনায় অংশ নিতে ইচ্ছুক হবেন। প্রেম যোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

আজ কিছু বন্ধুও আপনার জীবনে এসে আপনাকে আনন্দিত করে তুলতে পারে। মায়ের স্বাস্থ্যহানি ও পরিবারে কোনো অপ্রীতিকর ঘটনায় আপনার মধ্যে নেতিবাচকতার সঞ্চার করতে পারে। চেষ্টা করুন ইতিবাচক থাকার, কারণ এ জাতীয় মানসিকতা আপনার শারীরিক ও মানসিক শান্তি কেড়ে নিতে পারে। আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। প্রেম যোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
অগ্রগতি বাধাহীন ও সমস্যা মুক্ত হবে। সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত কাজকর্মে অংশ নিতে পারেন। শরীরি ভাষাতেও ইতিবাচকতা ধরা পড়বে এবং আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনুকূল হবে। প্রেম যোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং, নীল   শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমে সংশয় মুক্তি হবে। সাহিত্য আজ আপনাকে আকৃষ্ট করবে এবং আপনি বই পড়ে প্রচুর সময় কাটাবেন। দিনটি ছাত্রদের অনুকূলে হবে এবং লেখাপড়ায় ভালো ফল করতে পারবেন। বিনিয়োগকারীদের জন্যও দিনটি সৌভাগ্য বহন করে আনবে।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

যে কাজেই হাত দেবেন সেটিতে সফল হবেন। সারাদিন আপনি আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তায় ভরপুর থাকবেন। প্রেম যোগ ধীরে ধীরে উন্নতি হবে। শুধু একটি ব্যাপারেই নজর দিতে হবে, সেটি হল ধৈর্য।
শুভ রং :হলুদ,  শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
 প্রতিটি কাজই আজ আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে করবেন। তবে অধিক উদ্দীপনা এড়িয়ে চলার চেষ্টা করুন। এটি ক্ষতিকর হতে পারে। মেজাজ ও কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে পারলে বাড়ির পরিবেশ বেশ আনন্দমুখর ও বন্ধুত্বপূর্ণ থাকবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
শিল্পীদের জন্যও দিনটি খুব ভালো, নিজেদের সেরাটা প্রকাশ করতে পারবেন এবং নিজের অসাধারণ প্রতিভার সাহায্যে অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করে তুলবেন। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। প্রেম যোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সামাজিক স্বীকৃতি ও সম্মান লাভ করবেন। ব্যবসায় অংশীদাররা লাভ করবেন এবং আপনিও লাভবান হবেন। আরাম করে ও বিনোদনে প্রচুর সময় কাটাতে পারেন। প্রেম যোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং :বাদামি,  শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।