ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

তুলার সুযোগ-সৌভাগ্য, সাবধানে পা ফেলুন কুম্ভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
তুলার সুযোগ-সৌভাগ্য, সাবধানে পা ফেলুন কুম্ভ

আজ কেমন যাবে
তারিখ- ২৩/১০/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
বেশি পরিশ্রম এবং তার চেয়েও বেশি মজা, আজ এটিই মূলমন্ত্র হবে। সৃজনশীলতা ও নতুন উদ্দীপনা ধরা দেবে।

যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কারণ সম্ভবত খুব দ্রুত সেগুলো বাস্তবায়িত হবে। আর্থিক দিক শুভ। প্রেম শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনার ইতিবাচক আচরণ, মনঃসংযোগ ও মানসিক দৃঢ়তা আপনাকে আপনার কাজগুলো সফলভাবে শেষ করতে সাহায্য করবে। বন্ধু অথবা ভাইবোনদের সঙ্গে কোনো রোমাঞ্চকর ভ্রমণের সম্ভাবনা আছে। প্রিয়জনদের সঙ্গে ঘনিষ্ঠতা উপভোগ করবেন। সামাজিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন: (২২মে – ২১ জুন)
অনমনীয় মানসিকতা ও নেতিবাচক অনুভূতিগুলোর ওপর নজর রাখতে হবে। কারণ এটি আপনার স্বাস্থ্য ও পরিবারের ক্ষতি করতে পারে। এমন কোনো পরিস্থিতিতে জড়াবেন না, যেটি আপনার সামাজিক সম্মান নষ্ট করতে পারে। প্রেম শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। ছাত্রদের জন্য দিনটি মসৃণ। আর্থিক বিষয়গুলো বুদ্ধিমত্তার সঙ্গে সামলানোর ব্যাপারে আপনি সফল হবেন। প্রেম মিশ্র। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
অসুস্থতা আজকের দিনটি নষ্ট করে দিতে পারে। আপনি ক্লান্ত ও অলস বোধ করবেন। নানা কারণে আপনি চিন্তায় থাকবেন। মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। প্রেমে সমস্যার যোগ আছে। আর্থিক যোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেম নিয়ে পরিবারের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপে আপনি ভারাক্রান্ত হয়ে পড়বেন। কাজের ক্ষেত্রে নক্ষত্ররা খুব বেশি অনুকূল নয় এবং ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি নাও হতে পারেন। সন্তানদের দিকে ও তাদের স্বাস্থ্যের দিকে নজর দিন।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নক্ষত্রদের অবস্থান আজ খুব ভালো। এটি অনেক সুযোগ ও সৌভাগ্য নিয়ে আসবে। শারীরিক ও মানসিক অবস্থা ভালো থাকবে। দিনটি উপভোগ্য হয়ে উঠবে। প্রেমে সফলতার যোগ আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ২০

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাড়িতে ও কর্মক্ষেত্রের পরিবেশও শান্তিপূর্ণ থাকবে। প্রিয়জনরা ভালোবাসায় ভরিয়ে দেবেন এবং আপনিও তাদের সঙ্গে সহায়ক ব্যবহার করবেন। পরিবারের থেকে আসা সুসংবাদ আপনার খুশিকে আরও বাড়িয়ে দেবে। প্রেম শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বন্ধুদের সঙ্গে দেখা করে অথবা তাঁদের সঙ্গে খাওয়াদাওয়ার ব্যবস্থা করে আপনি আরও আনন্দিত হবেন। হাসি-মজা করে দিনটি কাটাবেন। প্রেম যোগ শুভ। আর্থিক দিকে উন্নতির যোগ আছে। শুভ দিক পশ্চিম।
শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
নিজের হাতে তৈরি সুস্বাদু খাবার দিনটি আরও উপভোগ্য করে তুলবে। প্রিয়জনদের সঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন, যা আপনাকে আনন্দ দেবে। আজ আপনি সামাজিক সম্মান ও স্বীকৃতি পেতে পারেন। সুন্দর সময়টি উপভোগ করুন। প্রেম শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রতি পদক্ষেপে সাবধানে পা ফেলুন। কারণ পায়ের নিচের জমি আজ নড়ে যেতে পারে। বিতর্ক, মতবিরোধ, শারীরিক সমস্যা ও কটু শব্দ- এসবই আজ আপনার দিনটিকে নষ্ট করে দিতে পারে। সাবধান থাকুন। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন ও প্রতি পদক্ষেপে নজর রাখুন। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অপ্রত্যাশিত আর্থিক লাভ আজকের একমাত্র ভালো দিক। এটি আনন্দিত করবে এবং কিছুটা মানসিক শান্তি দেবে। বুদ্ধিদীপ্ত ও রহস্যময় বিষয়গুলোতে আকর্ষণ বোধ করবেন। প্রেমে সমস্যার যোগ আছে। পারিবারিক সমস্যার যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : আকাশী,  শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।