ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ঘোরার পরিকল্পনায় ‍আনন্দ কুম্ভের, বৃষের ভ্রমণ সম্ভাবনা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঘোরার পরিকল্পনায় ‍আনন্দ কুম্ভের, বৃষের ভ্রমণ সম্ভাবনা

আজ কেমন যাবে
তারিখ: ২৫/১০/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
শারীরিক সুস্থতা বজায় থাকবে। সৃজনশীলতা ও ইতিবাচকতা ধরা দেবে।

কর্মক্ষেত্রে আপনি সর্বাধিক উজ্জ্বল থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য দিনটি আদর্শ। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণের সম্ভাবনা। সম্মান ও জনপ্রিয়তা বাড়বে। শত্রু ও বিরোধীরা কাছ থেকে দূরে থাকবে। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটি প্রিয়জনদের স্নেহ ও ভালোবাসায় পরিপূর্ণ। তবে আপনার চিন্তা-ভাবনা এখান থেকে সেখানে বিচরণ করবে, যেটি অস্থির ও দিশাহীন করে তুলবে। আর্থিক বিষয় নিয়ে পরিচিতদের সঙ্গে আলাপ-আলোচনার সম্ভাবনা। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বিলাসিতা ও বিনোদনের পিছনে আপনার প্রচুর খরচ হয়ে যেতে পারে। মায়ের কাছ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। সম্পত্তি সংক্রান্ত চুক্তি করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি। শুভ দিক উত্তর। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ছাত্র-ছাত্রীরা উন্নতি করবেন। অনমনীয়তা ও অসহিষ্ণুতা দিনটিকে নষ্ট করে দিতে পারে। সুতরাং সে বিষয়ে খেয়াল রাখুন। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
দৈনন্দিন কাজগুলির প্রতি অনীহা দেখা দেবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ হাতে নেবেন না। সবকিছু পক্ষে নাও হতে পারে। সন্তানদের স্বাস্থ্য ও তাদের ব্যবহার হতাশ করবে। শুভ দিক পশ্চিম। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
গুরুজনদের শারীরিক অসুস্থতা দুশ্চিন্তার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনরা অখুশি হয়ে উঠতে পারেন। অহেতুক খরচের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাড়ির আনন্দমুখর পরিবেশ শান্তি দেবে। চাকরিজীবীদের পদোন্নতি, বেতনবৃদ্ধি ও প্রশংসা লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বাড়ি থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা। শুভ দিক উত্তর। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শত্রু ও প্রতিযোগিতা থেকে দূরে থাকবেন। সবার সঙ্গে নম্র ও সৌম্য ব্যবহার করুন। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা। সারাদিন তরতাজা থাকবেন। যাত্রাযোগে বাধা। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করে নিতে পারবেন। বন্ধুদের সঙ্গে আনন্দমুখর সময় কাটাবেন। তাদের সঙ্গে আড্ডা দিয়ে ও প্রচুর খাওয়া-দাওয়া করে দিনটি কাটাবেন। নিজের পছন্দের পোশাক পরে বেশ ভালোই থাকবেন। গুরুজনদের প্রতি মনে শ্রদ্ধা দেখা দেবে। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সেটি আনন্দকে আরও বাড়িয়ে দেবে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। শুভ দিক উত্তর। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নতুন কোনো প্রকল্পে কাজ শুরু করার জন্য আজকের দিনটি শুভ। অভিজাত ব্যবহার আরও বেশি ভাগ্যবান করে তুলবে। তবে এমন কিছু করবেন না যেটি বিরক্তিকে আমন্ত্রণ জানাতে পারে। শত্রুদের দিকে নজর রাখুন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। শুভ দিক দক্ষিণ। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।