ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

উত্তেজনায় সিদ্ধান্ত নয় মিথুন, আনন্দমুখর ভ্রমণ কন্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
উত্তেজনায় সিদ্ধান্ত নয় মিথুন, আনন্দমুখর ভ্রমণ কন্যা

আজ কেমন যাবে
তারিখ: ২৭/১০/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
গ্রহ-নক্ষত্ররা আজ উজ্জ্বল। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের সামনে নানান সুযোগ আসবে।

একঘেঁয়ে দৈনন্দিন কাজগুলিকে দূরে সরিয়ে রাখুন। কারণ আজ আপনি সৃজনশীলতার শিখরে বিচরণ করবেন। ভ্রমণের যোগ আছে। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম নিয়ে পরিবারের কারও সঙ্গে সমস্যা হতে পারে। প্রচুর খরচ হয়ে যেতে পারে। অতিরিক্ত অনুভূতিশীল হয়ে পড়বেন। বিবাহিতরা জীবনসঙ্গীর সঙ্গে আনন্দমুখর ও মধুর সময় কাটাবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন: (২২মে – ২১ জুন)
উত্তেজনার বশে সিদ্ধান্ত নিলে সমস্যা হবে। আপনি খুব আনন্দিত থাকবেন। হাতে নেওয়া প্রকল্পের কাজগুলি সফলভাবে শেষ করতে পারবেন, যা আপনার নাম, যশ বাড়াবে। সামাজিক স্বীকৃতি এনে দেবে। যাত্রাযোগে শুভ ফল। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। বাড়ি প্রাণবন্ত পরিবেশ আপনাকে শারীরিক ও মানসিকভাবে চনমনে করে তুলবে। মায়ের থেকে কোনো সুসংবাদ আনন্দ দেবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ব্যবসায়ীদের জন্য সময়টি লাভদায়ী। উপরি লাভের আশা রাখতে পারেন। আকর্ষণ, মোহ, প্রেম ও ভালোবাসায় দিনটি ভরে থাকবে। যারা জীবনসঙ্গীর খোঁজ করছেন তারা খুব তাড়াতাড়ি মনের মানুষের হদিশ পাবেন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে আলাপ হতে পারে, যা আপনাকে আনন্দ দেবে। সেইসঙ্গে কেনাকাটা ও সুস্বাদু খাওয়া-দাওয়া করে আরও আনন্দিত হবেন। আনন্দমুখর ভ্রমণের সম্ভাবনা। শুভ দিক উত্তর। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
শরীরের দিকে নজর রাখুন। অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। তা না হলে আপনার স্বাস্থ্যের বিশেষ অবনতি হতে পারে। সময়ে চিকিৎসা করান। ছোটোখাটো শারীরিক অসুস্থতাগুলি এড়িয়ে যাবেন না। আর্থিক ক্ষেত্রে শুভ ফল। প্রেমযোগ মিশ্র।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সময়ে কাজ শেষ না করতে পারায় সম্ভবত চাপে থাকবেন। নতুন কোনো কাজ হাতে নেবেন না। নয়তো তা আপনার মানসিক অস্থিরতা আরও বাড়িয়ে দেবে। কথা-বার্তায় সংযত হোন। তিক্ত ভাষা পরিত্যাগ করুন। অপ্রত্যাশিতভাবে খরচ বেড়ে যেতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দিনটি আপনার জন্য সুখ ও দুঃখ মেশানো। কাজের ক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। তবে ঊর্ধ্বতনদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মাথা ঠাণ্ডা রাখুন। সন্তানদের সঙ্গে মতবিরোধে জড়াবেন না। আর্থিকযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
সৃজনশীল কাজকর্ম ও সাহিত্যচর্চা করলে কিছুটা শান্তি পেতে পারে। আজ ভ্রমণের সঙ্গে প্রচুর খরচেরও সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত খরচের দিকে নজর রাখুন। শুভ দিক উত্তর। প্রেমযোগ শুভ।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
নিজের সক্ষমতায় ঊর্ধ্বতনদের খুশি করতে পারবেন। অপেক্ষার অবসান ঘটিয়ে পদোন্নতি হতে পারে। আপনার উৎসাহ ও উত্তেজনা বাড়ির পরিবেশকে প্রাণবন্ত করে তুলবে। বৈবাহিক জীবনের সুখ ও শান্তি উপভোগ করবেন। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। কোনোভাবে যদি কোনো সমস্যায় পড়েন। প্রিয়জনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। জমি ও সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রের কাজ করার জন্য দিনটি ভালো। শুভ দিক পশ্চিম। প্রেমযোগ শুভ।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১০

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।