ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

৬ রাশিরই প্রেমযোগ শুভ, ৩ রাশির মিশ্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
৬ রাশিরই প্রেমযোগ শুভ, ৩ রাশির মিশ্র

আজ কেমন যাবে
তারিখ- ০৬/১১/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
মন শান্ত থাকলেও দিনের মধ্যে দুর্বল বোধ করতে পারেন। যদি কারও সঙ্গে সম্মিলিতভাবে কোনো প্রকল্পে কাজ করেন, তাহলে সাবধান থাকা দরকার।

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। যাত্রা যোগে শুভ ফল পাবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
অপ্রয়োজনীয় খরচের আশঙ্কা রয়েছে। প্রতিযোগীদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। পেটের সমস্যা আজ ভোগাতে পারে। শুভ দিক পশ্চিম। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন: (২২মে – ২১ জুন)
যে কাজ করবেন সেটিতেই সাফল্য পাবেন। অফিসের পরিবেশ অনুকূলে থাকবে এবং সম্ভবত আপনি সাফল্য অর্জন করবেন। ঊর্ধ্বতনরা আশীর্বাদে ভরিয়ে দেবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সামাজিক কাজকর্ম করে উপকৃত হবেন। বিভিন্ন ক্ষেত্র থেকে আজ লাভ হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়দের সঙ্গে দেখা করেও আপনি লাভবান হবেন। যারা বিবাহে ইচ্ছুক তাদের আজ আরও সক্রিয়ভাবে প্রচেষ্টা করতে হবে। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। সন্তানরা সাহায্য করবে। আজ প্রচুর কেনাকাটা করতে পারেন। ব্যবসা থেকে আজ আপনার লাভ হবে। স্বামী-স্ত্রীর স্বাস্থ্য আজ দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রেম যোগে সাহায্য আসতে পারে কোনো আত্মীয়ার পক্ষ থেকে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
শত্রুরা সারি দিয়ে আপনার অপেক্ষায় আছে, তাই সাবধানে থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য মানসিক আঘাত দিতে পারে। আক্রমণাত্মক স্বভাব বাকবিতণ্ডার সূত্রপাত করতে পারে। নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। শুভ দিক পশ্চিম। প্রেমযোগ মিশ্র।


শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দেহ ও মন দুই সুস্থ থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। পরিবার ও বন্ধুদের কাছ থেকে উপহার পাওয়ার আশা রাখতে পারেন, যা আপনাকে আরও আনন্দিত করে তুলবে। প্রেমযোগ শুভ।

শুভ রং বেগুনি, শুভ সংখ্যা: ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রিয়জনদের সঙ্গে দেখা করে লাভবান হবেন। আজ কোনো সুসংবাদ পেতে পারেন। ভ্রমণের পরিকল্পনাটি আনন্দদায়ক হবে। আপনার বিবাহিত জীবন আজ অসাধারণ হয়ে উঠবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বিভ্রান্ত ও দিশাহীন বোধ করতে পারেন। যেহেতু আজ সারাদিন বিভ্রান্তি বজায় থাকবে, তাই কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করা উচিত নয়। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, যেটি আপনার অনুভূতিকে আঘাত করতে পারে। পারিবারিক ভ্রমণের যোগ আছে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
সকলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন। কোনো চুক্তি স্বাক্ষর করার সময় চূড়ান্ত সাবধানতা অবলম্বন করুন। বাইরে যাওয়ার পরিকল্পনাটি স্থগিত রাখুন। আর্থিক লাভের সম্ভাবনা আছে। শরীর আজ খুব ভালো নাও থাকতে পারে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। শুভ দিক পশ্চিম। প্রেম যোগ মিশ্র।
 
শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কোনো কাজ হাতে নেওয়ার আগে দু’বার ভাবুন। বন্ধুদের সঙ্গে উৎসবমুখর সময় কাটাবেন। আজ খুব অনুভূতিশীল থাকবেন। যারা হৃদয়ের খুব কাছের মানুষ, তাদের সঙ্গে আজ দেখা করতে পারেন। ভাইবোনের মাধ্যমে উপকৃত হবেন। জরুরি কাজ বাদ দিয়ে পারিবারিক আবদার রাখতে হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পারিবারিক বাকবিতণ্ডার কারণে অখুশি থাকতে পারেন। শারীরিক ও মানসিকভাবে খুব একটা সুস্থ থাকতে পারবেন না। বিভ্রান্তি ও নেতিবাচক চিন্তা আজ ভোগাবে। মায়ের শারীরিক অসুস্থতা চিন্তায় ফেলতে পারে। শুভ দিক উত্তর। প্রেমযোগ শুভ।

শুভ রং: আকাশী, শুভ সংখ্যা: ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আইএ/এইচএ/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।