ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

পিকনিকের জন্য আদর্শ দিন মীনের, ভ্রমণযোগ কন্যার

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
পিকনিকের জন্য আদর্শ দিন মীনের, ভ্রমণযোগ কন্যার আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ০৬/০১/২০১৭

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
সারাদিন খুব সাবধানে থাকতে হবে। মনোসংযোগের অভাব ও লক্ষ্যহীনতা কাজগুলি নষ্ট করে দিতে পারে।

অহেতুক খরচও বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার। খুব সম্ভবত অধিকাংশ সময় আপনি ধর্মীয় কাজে সময় কাটাবেন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নক্ষত্ররা অনুকূলে থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা। শারীরিক ও মানসিকভাবে উদ্দীপিত থাকবেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার আধ্যাত্মিকতার ঝোঁক নেতিবাচকতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। প্রেমের যোগে শুভ ফল লাভ। ভ্রমণের যোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
বিনিয়োগকারীদের শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা উচিত। কাঙ্ক্ষিত ফলটি পাওয়ার জন্য ছাত্রদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। প্রেম ও দাম্পত্যে অশান্তি এড়াতে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। নাহলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠবে। শরীরেও সমস্যা দেখা দিতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ভালো কথা ও ব্যবহারের জন্য ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। যখন বন্ধুদের সঙ্গে দেখা করবেন সুন্দর ব্যবহারের জন্য তারা মনে রাখবেন। দিনটিকে আরও বেশি আনন্দময় করে তোলার জন্য তাদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার জন্য দিনটি ভালো। নতুন প্রেমের যোগ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
মন শক্ত রাখতে হবে। দুশ্চিন্তাগ্রস্ত থাকায় প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিবাদে লিপ্ত হতে পারেন। তাই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা কোনো ভালো ব্যাপার নয়। শরীর খারাপ থাকতে পারে। উত্তেজনা সৃষ্টি করে এমন কথাবার্তা এড়িয়ে যান। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কল্পনাগুলিকে দিশাহীন হতে দেবেন না। নিয়ন্ত্রণে রাখুন। আজ নানারকম আলোচনা ও বিতর্কে ব্যস্ত থাকবেন। সন্তানদের থেকে কোনো সুখবর পাওয়ায় খুব খুশি হবেন। আপনার জীবনসঙ্গীও আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সামাজিকতায় ও বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটাবেন। রোজগারের যোগও ভালো। স্বাস্থ্যও সম্পূর্ণ ভালো থাকবে। যারা আগে থেকে অসুস্থতায় ভুগছেন তাদের কষ্টের অনেকটাই উপশম হবে। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারের কারও স্বাস্থ্য খারাপ থাকতে পারে। তবে নিজের শরীর ভালো থাকবে। প্রেম ও জীবনসঙ্গীর বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। তার ব্যবহার খানিকটা অদ্ভুত হতে পারে। কোনোরকম বিবাদ এড়িয়ে চলুন।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
উত্তেজনা এড়িয়ে চলুন ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন। তা নাহলে বাড়ির পরিবেশ অশান্তির হয়ে উঠবে। সমস্তরকম বেআইনি ও অনৈতিক বিষয় থেকেও দূরে থাকাই ভালো। নাহলে আদালত পর্যন্ত যেতে হতে পারে। প্রেমযোগে বাধা। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেম সংক্রান্ত বিষয়গুলি বিভ্রান্তিকর হবে। এমন কিছু করার চেষ্টা করুন যেটি আনন্দ দেয় ও স্নায়ুর চাপ কমাতে সাহায্য করে। সহকারীদের কাছ থেকে কোনোরকম সহায়তা না পাওয়ায় চাকরিক্ষেত্রেও খুবই হতাশ থাকবেন। প্রতিপক্ষের সঙ্গে যে কোনো রকম বাক্যালাপ এড়িয়ে যাওয়া উচিত। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অতি সহজেই সব কাজ ত্রুটিহীনভাবে করে ফেলতে পারবেন। চাইলে কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। চাকরিজীবীদের জন্যও দিনটি ভালো। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। পিকনিক বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি আদর্শ। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো সাহায্যের দরকার হলে নিশ্চিতভাবে তাদের উপর নির্ভর করতে পারেন। খরচের দিকে খেয়াল রাখা প্রয়োজন। প্রেম নিয়ে আলোচনা এড়িয়ে চলুন। বিদেশ ভ্রমণের যোগ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।