ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর ভ্রমণযোগ, আর্থিকযোগ মেষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ধনুর ভ্রমণযোগ, আর্থিকযোগ মেষের আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২৩/০২/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
ব্যবসার দিকে বাড়তি অর্থ আসতে পারে। কোনো ভালো উপহার পেতে পারেন।

ভ্রমণে না যাওয়া ভালো হবে। গুরুজনের সঙ্গে তর্ক হতে পারে। বিলাসিতার জন্য বাড়তে পারে খরচ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬১

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
শরীরে একটু খারাপ থাকার জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসতে পারে। বন্ধুর দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯১

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন)
দিনটি খুব একটা ভালো হবে না। ব্যবসার দিকে আর্থিক কারণে বিবাদ। বেশি কথা বলার জন্য অশান্তি হতে পারে। পড়াশুনার জন্য বাড়তে পারে খরচ। শরীর খুব একটা ভালো থাকবে না। প্রেমযোগে বাধা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসার দিকে কোনো শুভ পরিবর্তন। কাজ করেও মনে আনন্দ হবে না। প্রেমের সমস্যা বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো বিবাদ। অনেক দূর যাওয়ার যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭২

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
গাড়ি একটু সাবধানে চালান, আঘাত লাগতে পারে। উপযুক্ত সম্মান পাবেন না। যেকোনো স্থানে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে। ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমের ব্যাপারে কোনো ভালো খবর আসতে পারে। অর্থ নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু বুঝে কথা বলুন। গঠনমূলক কোনো কাজে উন্নতির সম্ভাবনা। খরচ ব‍াড়বে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায় খুব ভালো সুযোগ আসতে পারে। বিয়ের ব্যাপারে কোনো আলোচনা শুরু হতে পারে। চাকরির স্থান পরিবর্তনের যোগ। বাবার সঙ্গে কোনো বিবাদ থেকে মনোকষ্ট হতে পারে। ভ্রমণের যোগ আছে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কোনো ভালো কাজে বাধা পড়তে পারে। ব্যবসার দিকে একটু সাবধান থাকুন। বন্ধু মহলে বেশি কথা অশান্তি ডেকে আনতে পারে। কাছে কোনো ভ্রমণ হতে পারে। অর্থ ব্যয়। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
একটু দুর্বল ভাব আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে উপহাস জুটতে পারে। ব্যবসার দিকে খুব ভালো লাভ আশা করা যায়। পরিচিত শত্রুদের থেকে সাবধান থাকুন। প্রেমযোগ মিশ্র। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমের ক্ষেত্রে কারও উপর অতিরিক্ত নির্ভর না করাই ভালো। কর্মক্ষেত্রে শুভযোগ বর্তমান। ব্যবসায় শুভ ফললাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নিজের দাম্ভিকতা ছাড়তে হবে তবেই পরিবারে শান্তি আসবে। প্রতিবেশী থেকে একটু সাবধান থাকুন। পড়ে থাকা কাজ করে ফেলুন। ব্যবসার দিকে কোনো চাপ আসতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হতে পারে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসার দিকে একটু বেশি মন দিতে হবে। প্রেমের ব্যাপারে মন চঞ্চল থাকবে। কোনো অশান্তি আজ খারাপ দিকে যেতে পারে। বাড়তি কোনো খরচের জন্য সাবধান থাকুন।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।