ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

স্ত্রীর সঙ্গে বিবাদ মিটবে বৃশ্চিকের, মীন ভাবুন শরীর নিয়ে

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
স্ত্রীর সঙ্গে বিবাদ মিটবে বৃশ্চিকের, মীন ভাবুন শরীর নিয়ে রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ০৫/০৩/২০১৭

মেঘ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কাজের জন্য দূরে যেতে হতে পারে। শিল্পীদের জন্য ভাল সুনাম হতে পারে।

কোনো সহকর্মীর দ্বারা উপকার হবে। নিজের বুদ্ধির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। পরিবারের কোনো লোকের জন্য উত্তেজিত হতে পারেন। প্রেমিক বা প্রেমিকার কোনো কথার জন্য মনোকষ্ট বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বাড়ির সবাই মিলে ভ্রমণের আলোচনা হতে পারে। ব্যবসার জন্য ভাল খবর আসতে পারে। দূরের বন্ধুর কোনো খবর মিলতে পারে। প্রেমিক বা প্রেমিকার জন্য কোনো খরচ বাড়তে পারে, সন্তানের কাজের জন্য বিদেশ ভ্রমণ। বাড়িতে কোনো লোকের উৎপাত বাড়তে পারে ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
ডাক্তারের জন্য বাড়িতে ব্যয় বাড়তে পারে। বন্ধুর জন্য উপকার পেতে পারেন। বাড়িতে কোনো ভাল আলোচনা হতে পারে। মা বাবার সঙ্গে আলোচনা করে ব্যবসার সিদ্ধান্ত নিন। কোনো সাহায্য পেতে খরচ বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়বে। প্রেম ও দাম্পত্য নিয়ে বিবাদ বাড়তে পারে। ব্যবসার জন্য ভাল সময় বলা যাবে না। পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে। মধ্যভাগে দরকারের কাজগুলো শেষ করুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
চাকরির জন্য ভালো যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনো অতিথির জন্য খরচ বাড়বে। প্রেম নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনের জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কাজ নিয়ে খুব চিন্তা বাড়তে পারে। অর্থ সমস্যা থাকার জন্য মানসিক চিন্তার বাড়বে। আবেগবশতঃ অর্থ খরচ বাড়তে পারে। উত্তর দিক থেকে কোনো ব্যবসা আসতে পারে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। পরিবারের সঙ্গে বনিবনা কম থাকবে। শুভ দিক উত্তর।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কঠিন কাজের জন্য শরীর সায় দেবে না। পরিস্থিতি খুব ভাল থাকবে না। কোনো অচেনা লোকের জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল খবর আসবে। প্রেম ও দাম্পত্য  নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। সন্তানের জন্য খরচ বাড়বে। বাড়িতে কোনো ভাল খবর আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং:  হলুদ, শুভ সংখ্যা: ৯

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাড়িতে অশান্তি। পড়াশোনার জন্য খুব ব্যস্ত হতে হবে। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে গিয়ে শান্তির পরিবেশ আসতে পারে। ছোট বাচ্চাদের জন্য খরচ বাড়তে পারে। নিজের সংকল্প নিয়ে চিন্তা করুন। প্রেম ও দাম্পত্যে ঝগড়া বাড়তে না দেওয়া ভাল হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা: ১৬

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোসো প্রকার চিন্তা না থাকলেও পেটের সমস্যা বাড়তে পারে। বিবাহিতদের অশান্তি বাড়তে পারে। বাড়ির কর্মচারী নিয়ে কোনো বিবাদ বাড়তে পারে। ব্যবসার জন্য নতুন সুযোগ কাজে লাগান। প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা: ৯

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
সব বাধা থেকে মুক্তি পাবেন। পরিবারের জন্য কোনো উন্নতির যোগ। প্রেম ও দাম্পত্য নিয়ে মনের আশা পূরণ হতে পারে। চেনা লোক থেকে উপকার পাবেন। নিজের বুদ্ধির বলে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। দরকারি কাজের জন্য সময় পাবেন না। মা-বাবার শরীরের জন্য একটু খরচ হতে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা: ৩

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
দিনটি প্রেমের জন্য শুভ। সমাজের কাজের জন্য সমায় ব্যয় হতে পারে। সংসারের কোনো ব্যক্তির জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। বাইরের ঝগড়া বাড়িতে আসতে পারে। মাথা ঠাণ্ডা রাখা দরকার।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শরীরের কথা চিন্তা করা দরকার। গুরুজনের জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। বিবাদ মনোকষ্ট বাড়াতে পারে। কাজের জন্য নতুন কোনো যোগাযোগ হতে পারে। গোপনীয়তা রক্ষা না করার জন্য বিপদ বাড়তে পারে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।