ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যার পদোন্নতি, কথায় নিয়ন্ত্রণ চাই তুলা-মীনের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
কন্যার পদোন্নতি, কথায় নিয়ন্ত্রণ চাই তুলা-মীনের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৫/০৪/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
 

যদি কোনো সুখকর পরিবর্তনের আশা করে থাকেন তাহলে অনেক সুযোগ পাবেন। শিল্প, নৃত্যকলা, সাহিত্য, ইত্যাদি সৃজনশীল বিষয়গুলোতে বিশেষ দক্ষতা দেখা দেবে।

ছাত্রদের জন্য দিনটি ভালো। তাদের পরিশ্রম বিফলে যাবে না। প্রেমযোগে বাধা আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
 যা চেয়েছিলেন তার সবকিছু পেতে পারেন। মানসিক ও শারীরিক অবস্থাও আজ ইতিবাচকই থাকবে। সন্ধ্যা বেলা বন্ধুদের পক্ষে চমক পেতে পারেন। একসঙ্গে নৈশভোজে অথবা চলচ্চিত্র দেখতে যেতে পারেন। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২মে-২১ জুন)
পছন্দের ব্যক্তিদের সঙ্গে দেখা করার এবং তাদের সঙ্গে নৈশভোজে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের সৌন্দর্য সম্পূর্ণভাবে উপভোগ করবেন। গাড়ি কেনার সম্ভাবনা আছে। প্রেম নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়ার শঙ্কা রয়েছে। যাত্রা শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন-২২ জুলাই)
প্রেম নিয়ে মানসিকভাবে অস্থির থাকবেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ঊর্ধ্বতনরা অসন্তুষ্ট হয়ে উঠবেন। বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন। সন্তানরা দুশ্চিন্তার কারণ হবে। প্রেমের দিকটি মোটামুটি শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  
 বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে বা দপ্তরে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতনর কাজে বা ব্যবহারে ক্ষুণ্ণ হতে পারে। তারা অসন্তুষ্ট বোধ করতে পারেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)  
 উৎসাহ, উদ্দীপনায় ভরপুর থাকবেন। শারীরিক সুস্থ থাকবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মানের বৃদ্ধি ঘটবে। প্রেমযোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
 ব্যবসায়ীদের জন্য দিনটি বেশি ভালো। চাকরিজীবীরা আজ লাভবান হবেন। সম্মান বৃদ্ধি হবে। সন্ধ্যা বেলার দিকে পরিস্থিতি কিছুটা অন্যরকম হতে পারে। কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। মানসিক অস্থিরতায় ভুগবেন। কথা নিয়ন্ত্রণ রাখুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
 কাজের চাপে বিরক্ত হয়ে উঠতে পারেন। শান্ত থাকুন। দিনের দ্বিতীয় ভাগে অনেকটা শান্ত ও হাসিখুশি বোধ করবেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে নৈশভোজে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
 খরচ হিসেব ছাড়িয়ে যাওয়ার শঙ্কা আছে। এটি ক্লান্ত করে তুলতে পারে। সাবধান থাকুন, হতাশা দিনটিকে নষ্ট করে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে। গৃহের পরিবেশ বন্ধুত্বপূর্ণ থাকবে।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৩

মকর মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  
 পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের দিকে নজর রাখুন। খরচের হিসেব ছাড়িয়ে যেতে পারে। অপ্রত্যাশিত কিছু ক্ষেত্র থেকে অর্থলাভ হতে পারে। আর্থিক বিষয়গুলোকে সঠিকভাবে সামলানো কঠিন হয়ে উঠতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  
বিভিন্ন দুশ্চিন্তা ও আশঙ্কায় মারাত্মক ভাবে ভারাক্রান্ত হয়ে উঠবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। যেকোনো আইনি কাজ করা থেকে বিরত থাকুন। জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চিন্তিত থাকবেন। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

 

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
 প্রেম নিয়ে যথেষ্ট অনুভূতিশীল থাকবেন। দিনের বেশিরভাগ সময়ে চিন্তিত থাকবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য- দুশ্চিন্তার কারণ হতে পারে। কারোর সঙ্গেই আজ বেশি কথা বলবেন না। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।