ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

চাকরিতে অশান্তি মেষের, ধনুর প্রেমে সফলতার সম্ভাবনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
চাকরিতে অশান্তি মেষের, ধনুর প্রেমে সফলতার সম্ভাবনা রাশিফল/ প্রতীকী

আজ কেমন যাবে
তারিখ- ০১/০৫/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)  
প্রেম ও দাম্পত্যে অতিরিক্ত কথা বিপদে ফেলতে পারে । বাড়িতে শুভ সংবাদ আসতে পারে ।

উচ্চ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। চাকরির স্থানে কোনও অশান্তি বাধতে পারে। শরীরের দিকে একটু নজর দিন । শুভ দিক দক্ষিণ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৪

বৃষ বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
প্রেমের সমস্যার ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পেতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। ব্যবসার কাজের দিকে একটু ব্যস্ত হতে হবে। পড়াশুনার জন্য উচ্চ ব্যক্তির থেকে সাহায্য।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩

মিথুন মিথুন: (২২মে-২১ জুন)
প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিবাদে যাবেন না। ব্যবসার দিকে ভাল মন্দ থাকতে পারে। বিবাহের যোগাযোগ আসতে পারে। হঠাৎ কোনও আয় হতে পারে। খরচের পরিমাণ বৃদ্ধি পাবে।
শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৯

কর্কট কর্কট: (২২ জুন-২২ জুলাই)
চাকরির দিকে নতুন কোনও প্রচেষ্টা সফল হতে পারে । প্রেম নিয়ে সমস্যার সমাধান করতে পারবেন । ভাই বোনের মধ্যে সম্পত্তির ব্যাপারে বিবাদ কমবে। শেয়ার বাজারে কোনও লাভ বাড়তে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২

সিংহ সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  
প্রেম নিয়ে সামান্য বিষয়ে মনে আঘাত লাগতে পারে। আয় ও ব্যয়ের সমতা ঠিক থাকবে না। বাড়িতে খরচের পরিমাণ বাড়তে পারে। ব্যবসার দিকে অতিরিক্ত আশা কষ্টের কারণ হতে পারে। প্রেম যোগ মিশ্র।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)  
ব্যবসার দিকে আয়ের পরিমাণ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। প্রেমে অপর কোনও ব্যক্তি নিয়ে বিবাদ হতে পারে। গৃহ নির্মাণের জন্য আলোচনা শুরু হতে পারে। সম্পত্তি নিয়ে অশান্তি দেখা দেবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ভাল কোনও জিনিস উপহার আসতে পারে। ব্যবসার দিকে কোনও বাধা পড়তে পারে। চাকরির স্থানে কোনও কাজে সাহসের পরিচয় দিতে হবে। মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। প্রেম যোগে সফলতা লাভ করবেন।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৯

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
প্রিয়জন বা প্রেমিক -প্রেমিকার সঙ্গে কোনও রকম তর্ক বাধতে পারে। ক্ষুদ্র ব্যবসার দিকে লাভের পরিমাণ বাড়তে পারে। বিপদে কোনও বন্ধুর সাহায্য পাবেন না। কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা হতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৬

ধনু ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসার দিকে বিনিয়োগ বাড়াতে পারেন। অর্থের ব্যাপারে সুবিধা পেতে পারেন। চুরি থেকে সাবধান। কর্মচারী নিয়ে কোনরূপ সমস্যা বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা থাকবে। প্রেমে সফলতার সম্ভাবনা আছে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৯

মকর মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  
শরীরের দিকে কোনও রোগের চাপ বৃদ্ধি। সন্তানের বাজে কাজের জন্য মানসিক চাপ। শত্রুর সঙ্গে কোনও আলোচনা। পিতামাতার জন্য কোনও ডাক্তারের খরচ বাড়তে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৩

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  
নীতির দিক দিয়ে কোনও পরিবর্তন কার্যকরী হবে। অংশীদারি ব্যবসার দিকে লাভ বাড়তে পারে। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। প্রেম নিয়ে সমস্যা বাড়তে পারে।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনও প্রকার আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে লাভের মাত্রা ঠিক রাখতে হবে। কর্মস্থানে একটু ব্যস্ত হতে হবে। পড়াশুনার দিকে একটু চাপ বাড়তে পারে। প্রেম যোগ মিশ্র। শুভ দিক উত্তর।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১২

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।