ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের প্রেম নিয়ে কলহ, বন্ধুর মাধ্যমে উপকার বৃষের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ১, ২০১৭
মকরের প্রেম নিয়ে কলহ, বন্ধুর মাধ্যমে উপকার বৃষের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ০২/০৬/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
শরীর নিয়ে চিন্তা বাড়বে। রক্তচাপ বাড়তে পারে।

ডাক্তারের ব্যাপারে কোনো ভুল হতে পারে। কথাবার্তা খুব বুঝে বলবার চেষ্টা করুন। প্রেমে অশান্তি হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধুর মাধ্যমে কোনো উপকার হতে পারে। কাজের চাপ বাড়তে পারে। ছোট শিশুদের চঞ্চলতা আগের থেকে আরও বেড়ে যাবে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৫

মিথুন মিথুন: (২২ মে – ২১ জুন)
সব দরকারি কাজগুলো শেষ করুন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কে সন্তান নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কিছু সমস্যার ফলে মনের দিক থেকে ক্লান্ত অনুভাব করবেন। যেমন আয় বাড়বে ঠিক ব্যয়ও হবে প্রচুর। বিলাসিতায় খরচ বাড়বে বেশি। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
পছন্দমতো কাজ পাওয়ার কারণে মনের আনন্দ বাড়বে। ব্যবসায় কোনো অচেনা অশান্তি আসতে পারে। ব্যবসার জন্য নতুন জায়গায় ভ্রমণ করতে পারেন। শুভ দিক উত্তর।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ১৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
শরীর নিয়ে খুব একটা চিন্তা থ‍াকবে না, তবে পেটের সমস্যা বাড়তে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। বাড়িতে কোনো বড় আনন্দের খবর আসতে পারে। দূরের কোনো বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
রাস্তায় কোনো অচেনা লোকের জন্য বিপদে পড়তে পারেন। ভাই–বোনের অশান্তির জন্য পাড়ার লোকেরা সুযোগ নেবে। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সম্পত্তি কেনার জন্য ভাল সময় আসছে। প্রেমিক বা প্রেমিকার মনের কষ্ট বোঝার চেষ্টা করুন। ব্যবসার দিকে ভাল যোগাযোগ আসতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আয় এবং ব্যয়ের সমতা ঠিক থ‍াকবে না। বাড়ির খরচ সর্বদা হাতের বাইরে থাকবে। নিজের পাওনা আদায়ে জন্য একটু শক্তি খরচ করতে হবে। বাড়িতে স্বজন আসার জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ২০

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেম নিয়ে বাড়িতে কোনো কলহ বাঁধতে পারে। দিনের মধ্যভাগে সব অশুভ জিনিসগুলো একটু একটু করে কাটতে থাকবে। পড়াশোনায় খুব ভাল ফল পাবেন। বাড়ির বাইরের ঝগড়া ঘরে আসতে পারে। যাত্রাযোগ শুভ।
 
শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
যারা ব্যবসা করেন তাদের জন্য ভাল খবর। শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে অশান্তি বাড়বে। প্রেম নিয়ে সমস্যা আসতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ১১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অধস্তন কর্মীর মাধ্যমে কোনো ভাল কাজ হতে পারে। চাকরির স্থানে ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে একটু বুদ্ধি করে ঝগড়া এড়িয়ে চলুন। শুভ দিক দক্ষিণ-পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।