ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

পানিতে নামবেন না মকর, প্রশংসায় ভাসবেন কর্কট

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
পানিতে নামবেন না মকর, প্রশংসায় ভাসবেন কর্কট

আজ কেমন যাবে
তারিখ- ১৬/০৬/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 

বন্ধুদের সঙ্গে ব্যবসা শুরু করলে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমস্যা হতে পারে। অর্থ ব্যয় রয়েছে।

কোথাও ঘুরতে যান। সঙ্গী অথবা সঙ্গিনীর খোঁজ পেতে পারেন। পরিবারের সঙ্গেও সময় কাটানোর চেষ্টা করুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

প্রেম নিয়ে বিভিন্ন রকম চিন্তা আসবে মাথায়। নেতিবাচক ব্যবহার করবেন না। তর্ক থেকে দূরে থাকুন।  পরিবারে আজ কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যার জন্য খরচ বাড়ার আশঙ্কা আছে। শুভ দিক দক্ষিণ।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)

সৃজনশীলতা কাজের মধ্যে ফুটে উঠবে এবং এর জন্য সম্মান লাভ করবেন। সরকারি বিষয়গুলোতে আজ জটিলতার সম্মুখীন হতে পারেন। আলস্য ও বিরক্তির কারণে কাজের ক্ষতি হতে পারে। প্রেম নিয়ে চিন্তা থাকবে। স্বাস্থ্য আজ খুব ভালো থাকবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

চারপাশের লোকেরা প্রশংসা করবে। কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সফল হবেন। পদোন্নতিরও সম্ভাবনা আছে। ব্যবসা সূত্রে যাত্রারও সম্ভাবনা আছে। গুরুজনরা কিছু সুখবর দিতে পারেন। প্রেম নিয়ে জটিলতা কমবে। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 

কর্মক্ষেত্রে মেজাজ হারাবেন না। মেজাজ হারালে সমস্যা বাড়বে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একটু বেশি সময় কাটাবেন । ব্যবসায় লাভ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজে খুশি হবেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। সময় পেলে তাদের সঙ্গে একটু বেড়িয়ে আসুন। আর্থিক যোগ শুভ।  
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫ 

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

অধৈর্য ও অস্থিরতা সমস্যা বাড়িয়ে তুলতে পারে। দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। খরচ বাড়বে। ব্যবসার অংশীদারের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। বুঝে-শুনে কথা বলুন। অযথা লড়াই-ঝগড়ায় জড়িয়ে পড়বেন না। চেনা পরিচিতদের সঙ্গে বাক-বিতণ্ডার আশঙ্কা আছে।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

বর্তমানের কোনো কাজ আগামী দিনে সহায়ক হবে। মনের মধ্যে আত্মবিশ্বাস সমস্যার সময়ে সাহায্য করবে। অর্থ ব্যয় হতে পারে। তাতে খুব একটা কষ্ট পাবেন না। প্রেম সংক্রান্ত বিষয়ে কিছু সুসংবাদও পেতে পারেন। শুভ দিক পশ্চিম।

শুভ রং, নীল, শুভ সংখ্যা : ৯ 

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

দূরবর্তী স্থানের লোকজনের সঙ্গে যোগাযোগ উপকৃত করবে। সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে। পরিবারের কারও শারীরিক অসুস্থতা চিন্তা বাড়াবে। ভদ্র ব্যবহার করুন। প্রেম ও দাম্পত্য জীবনে কোনোভাবেই মেজাজ হারাবেন না। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৩

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

নতুন প্রকল্পে কাজ শুরু করার জন্য দিনটি যথেষ্ট শুভ। ভ্রমণের যোগ রয়েছে। সামাজিক অবস্থানের উন্নতি হবে। আর্থিক লাভবান হবেন। পরিমিত খাবার খাবেন। প্রেম নিয়ে বিশেষভাবে চিন্তিত হওয়ার দরকার নেই। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 

কোনো সিদ্ধান্ত নিয়ে মনে জড়তা থাকবে। আলোচনা ও বিতর্ক থেকে দূরে থাকুন। কোনো আত্মীয়ের বাড়িতে যাত্রার সম্ভাবনা রয়েছে। প্রেম অথবা দাম্পত্য জীবনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। জলে বিপদের আশঙ্কা আছে।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

কঠোর পরিশ্রম করে নিজ কাজটি সম্পন্ন করবেন। বেশ কয়েকজন নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় হবে। বেশ কিছু উন্নত চিন্তা-ভাবনা করতে পরেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা থাকলে তার সমাধান হতে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন। তবে আর্থিক বিষয়ে সাবধানতা দরকার। আজকের দিনটি বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে কাটাবেন। ছোট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ধর্মীয় বিষয়ে ঝুঁকবেন। শুভ দিক পশ্চিম।  

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।