ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মিথুনের কর্মক্ষেত্রে সুসংবাদ, সিংহের ভ্রমণ পরিকল্পনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ২২, ২০১৭
মিথুনের কর্মক্ষেত্রে সুসংবাদ, সিংহের ভ্রমণ পরিকল্পনা রাশিফল

আজ কেমন যাবে

তারিখ: ২৩/০৬/২০১৭

 

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

পরিবারিক বিষয়ে নিজে সিদ্ধান্ত নিন। পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

অহেতুক ব্যয় থেকে সাবধান থাকুন। দ‍ূর সম্পর্ক থেকে সুখবর আসতে পারে। দাম্পত্য সমস্যার যোগ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯

 

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

পারিবারিক সমস্যায় কোনো একটি পক্ষ নেবেন না। সরাসরি বিরোধে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে শুভ ইঙ্গিত পাবেন। অর্থাভাবের যোগ নেই, তবে ব্যয় বাড়তে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪

 

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন)

মাথা ঠান্ডা রাখুন। দিনের মধ্যভাগে শুভ কোনো খবর আসতে পারে। কর্মের ক্ষেত্রে সুসংবাদ পেতে চলেছেন। খরচের দিকে নজর দিন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা :৮

 

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই)

যেকোনো সম্পত্তি কেনার জন্য দিনটি শুভ। আজকের দিনে দান করলে সৌভাগ্য বাড়বে। মতবিরোধ দ‍ূর করতে পরিবারের সঙ্গে মানিয়ে চলুন। প্রেমযোগ ও দাম্পত্যযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১

 

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

মাথা ঠান্ডা রাখুন, শুভযোগ আছে। কর্মস্থলের সমস্যার সমাধান হতে সময় লাগবে। বুদ্ধির জোরে বিপদ থেকে অব্যাহতি পাবেন। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮

 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

প্রেমযোগ সমস্যা মুক্ত। পুরনো প্রেম জোড়া লাগতে পারে। পরিচিত কারও হস্তক্ষেপে অর্থপ্রাপ্তি। কর্মক্ষেত্রে যথাযথ কাজের অগ্রগতি বজায় থাকবে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

 

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

ব্যবসায় উন্নতির যোগ। স্ত্রীর সাহায্যে উন্নতির সুযোগ। সংগঠনমূলক কাজে অগ্রগতি বজায় থাকবে। দিনের শেষে অর্থব্যয়। প্রেমযোগ শুভ।

শুভ রং: হলুদ শুভ সংখ্যা: ১৮

 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

মৌসুমী ব্যবসায় লাভ বেশ বাড়বে। ভাগ্য সহায়, তাই কাজগুলি সহজে হবে। অপছন্দের লোকজনের সঙ্গে তাল মিলিয়ে চলুন। টাকা বুঝে খরচ করুন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৮

 

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

পরিবারে মতবিরোধ এড়িয়ে চলুন। ধার মেটানোর দিনটি শুভ। দিনের শেষে উন্নতির যোগ। সহকর্মী দ্বারা প্রভাবিত হতে পারেন। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৫

 

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

দক্ষতা অনুযায়ী সম্মান পাবেন। বাসায় আসতে পারেন কোনো প্রবাসী আত্মীয়। স্বজনদের সঙ্গে মনোমালিন্য হলেও সন্ধ্যার পর মিটে যাবে। প্রেমের জন্য অর্থ খরচ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

 

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায় নতুন সুযোগের হাতছানি। প্রেম নিয়ে বন্ধুদের সাহায্য নিতে হতে পারে। পারিপার্শ্বিক পরিবেশ আপনার পক্ষে থাকবে। নতুন সুযোগ পেলে তা বাস্তবায়িত করার চেষ্টা করুন। ছাত্রদের জন্য দিনটি শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

 

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুভ গ্রহের প্রভাব বাড়তে থাকবে। তবে ব্যবসায়িক সমস্যা আজই সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা কম। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।