ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের বিদেশ ভ্রমণের সম্ভাবনা, ধনুর ব্যবসা শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
কুম্ভের বিদেশ ভ্রমণের সম্ভাবনা, ধনুর ব্যবসা শুভ

আজ কেমন যাবে

তারিখ: ২৪/০৬/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
পেশাগত ক্ষেত্রে উন্নতির যোগ। যেকোনো শুভ প্রচেষ্টায় ফললাভ।

প্রেমের ক্ষেত্রে বাধাপ্রাপ্তি। খরচ বাড়বে।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৯

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 

রাশিচক্রের কিছু সমস্যার ফলে শুভ আলোচনা না করাই ভালো। নতুন বিনিয়োগ এড়ান। প্রেমের ক্ষেত্রে পা বাড়ানোর আগে ভালো করে সবদিক চিন্তা করে নিন। পরিবারে মিশ্রযোগ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 

সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বাহন কেনার পরিকল্পনা করতেই পারেন। দাম্পত্য সমস্যার যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 

ব্যবসায়িক কাজে সফলতার সম্ভাবনা। খাদ্যনালীজনিত সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার পক্ষে দিনটি শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

সিংহসিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট)  

কাজে উন্নতির সুযোগ আসবে। তবে পারিবারিক ব্যবসা ঘিরে কিছু বিরোধ এবং বিবাদ হতে পারে। প্রেমযোগ থাকলেও পারিপার্শ্বিক কারণে তা সফল হতে বাধা পাবে। ঠান্ডালাগা থেকে সাবধান থাকুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। যানবাহন কেনায় শুভযোগ। তবে আর্থিক ক্ষতি থেকে বাঁচতে যথেষ্ট সতর্ক হতে হবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 

ব্যবসার জট কাটার সম্ভ‍াবনা। সন্তানকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অশান্তির মেঘ ঘনিয়ে আসতে পারে। চিকিৎসাজনিত খরচ বাড়তে পারে। সঞ্চয়ের সম্ভাবনা খুবই কম। প্রেমযোগ শুভ।

শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 

নতুন ব্যবসার শুভ সূচনা করতেই পারেন। অসাবধানতায় কোনো আঘাতের আশঙ্কা। প্রেম নিয়ে জটিলতা বাড়বে। খরচ বাড়বে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 

ব্যবসার পক্ষে শুভ দিন। তবে জ্ঞাতিদের শত্রুতায় পারিবারিক সমস্যা বাড়বে। পেটের সমস্যায় দুর্ভোগ দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  

দীর্ঘদিনের বিশ্বস্ত কারও কাছ থেকে বিশ্বাসভঙ্গের সম্ভাবনা। প্রেমে তৃতীয় জনের প্রবেশ, সর্তক থাকুন। দাম্পত্যযোগ শুভ। ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  

দাম্পত্য গোলযোগ মিটে যাবে। তবে কিছু কেনাকাটি নিয়ে পরিবারে অশান্তি বাড়বে। বিদেশ ভ্রমণের সম্ভবনা। প্রেম নিয়ে অশান্তির যোগ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
সহকর্মীদের যৌথ প্রচেষ্টায় সমস্যার সমাধান ও শ্রীবৃদ্ধির সম্ভাবনা। পরিবারে অশান্তির অবসান হবে। তবে সন্তানের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ মনের মানুষের কাছ থেকে সুসংবাদ পেতেই পারেন।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।