ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

দাম্পত্যে ভুল বোঝাবুঝি মেষের, মিথুনের নতুন সূচনা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
দাম্পত্যে ভুল বোঝাবুঝি মেষের, মিথুনের নতুন সূচনা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ৫/০৭/২০
১৭


মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
ব্যস্ততার কারণে প্রতিশ্রুতি ভুলে যাওয়ার সম্ভাবনা। কাছের মানুষ ব্যবহারে হতাশ।

প্রেম নিয়ে সংশয়। দাম্পত্যে ভুল বোঝাবুঝি। শারীরিক ক্লান্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মনোকষ্ট। বন্ধুদের ব্যবহার আপত্তিকর। প্রেম নিয়ে দ্বিধাগ্রস্ত। মানসিক অবসাদ। কর্মে চঞ্চলতা। হঠাৎ প্রাপ্তি।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
নতুন সুচনা। কর্মজীবনে উন্নতি। প্রেম শুভ। ব্যবসায় সন্দেহ। পথে ক্লান্তি। বন্ধুলাভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
জীবন সংগ্রাম। প্রেমে বাধা। সম্পূর্ণ সফলতা আসতে সময় লাগবে। কর্মে সফলতা। ব্যবসা মিশ্র।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
পরিবার থেকে দূরত্ব বজায় রাখুন। প্রেমে তৃতীয় ব্যক্তির প্রবেশ। ঠান্ডাজনিত রোগে সমস্যা। কর্মে উন্নতি। ব্যবসায় শুভ।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
মনোকষ্ট। প্রেমে দূরত্ব বাড়ার সম্ভাবনা। আর্থিক লাভ। কর্মযোগ শুভ। ভ্রমণে পরিকল্পনা। দাম্পত্য সুখ মিশ্র।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সম্পর্কে স্বচ্ছতা। মানসিক শান্তি। পরিবারের সঙ্গে আনন্দ। প্রেম প্রকাশ্যে আসতে পারে। বন্ধুদের সহযোগিতা। আর্থিক অপচয়। ব্যবসায় লাভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ২০

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেম নিয়ে মনের মধ্যে নানা প্রশ্নের জন্ম হতে পারে। আপনাকে সঠিক পথ দেখাতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা। পারিবারিক আনন্দের যোগ আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মনের মানুষকে মিস করবেন। বন্ধুদের আগমন। ধার্মিক বিষয়ে মনোযোগ। মনে শান্তি। আর্থিক উন্নতি। দাম্পত্য জীবন স্বাভাবিক। পথে ভোগান্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
নতুন সুযোগ। ব্যবসায় লক্ষ্য পূরণ। পরিবারে শারীরিক সমস্যা। বিদেশযাত্রা। প্রেম নিয়ে চিন্তা দূর হবে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
হাতের কাজগুলি তাড়াতাড়ি শেষ করুন। বেলাশেষে বিপত্তি। অনুরোধ রাখতে আপনাকে এমন কিছু করতে হবে যা হয়তো আপনার পছন্দ নয়। প্রেম নিয়ে আত্মীয়দের সামনে আজ মুখ না খোলাই শ্রেয়।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অর্থক্ষয়। প্রশংসা লাভ। প্রেমসুখ মিশ্র। সমস্যাগুলি এখনই সমাধান হবে না। সন্তান দ্বারা সুখবর। শারীরিক সমস্যা।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এএ

 

 

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।