ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভ-তুলার শুভসংখ্যা ১, ধনু-কন্যা-বৃষের ৯

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
কুম্ভ-তুলার শুভসংখ্যা ১, ধনু-কন্যা-বৃষের ৯ রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ০৯/০৭/২০১৭

 

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্রে যান্ত্রিক সমস্যা আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। সতর্ক থাকুন।

প্রেম শুভ। পারিবারিক অশান্তির অবসান হবে। আর্থিক সমস্যা।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
কাজ শুরুর আগে প্রস্তুতির দিকটিতে যথেষ্ট নজর রাখুন। প্রেমে সমস্যা। যাত্রাযোগ শুভ।  ইতিবাচক মানুষের দ্বারা সুফল লাভ। শারীরিক সমস্যা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
নতুনভাবে কর্মজীবনের শুরু। মানসিক বাধা। পরিবারের সাহায্যপ্রাপ্তি। শিক্ষায় শুভযোগ। শারীরিক সমস্যা। ব্যবসায়ে মিশ্রযোগ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
লক্ষ্যে পৌঁছাতে আরও কিছুদিন লাগবে। শিক্ষায় কঠিন সময়। কর্মে শুভ। অন্যের ভরসায় প্রতরিত। পথে সমস্যা।  দাম্পত্য সুখ ‍মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
নতুন নতুন কাজ করার ক্ষেত্রে উৎসাহ লাভ সাময়িক। মানসিক চাপ কিছুটা কমে আসবে। পরিবারের সান্নিধ্যে মন ভালো। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। আর্থিক যোগে মিশ্র ফল।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
হিসাব করে পা ফেলুন। সহকর্মীর কারণে কাজ সহজ। আকাশ-কুসুম চিন্তা।  লক্ষ্য স্থির করুন। মানসিক চঞ্চলতার ফলে নতুন সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
শারীরিক ব্যথা কষ্ট দিতে পারে। শিক্ষায় সফলতা। যাত্রাযোগ শুভ। প্রেম নিয়ে সমস্যা।  বিদেশ ভ্রমণের পরিকল্পনা।  

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
ভবিষ্যতের আশায় বর্তমানকে অবহেলা। প্রেম নিয়ে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিন। অতি আবেগ আপনাকে সমস্যায় ফেলতে পারে। ব্যবসায় শুভযোগ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
পরিবারের ব্যবহারে হতাশা। সমালোচনাকে কম গুরুত্ব দিন। প্রেমযোগ নিয়ে নানা জনের নানা মত বিব্রত করবে। হঠাৎ প্রাপ্তি।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৯

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
মানসিক চঞ্চলতার ফলে আজ কাজে ভুল হওয়ার আশঙ্কা। প্রেম নিয়ে মাসিক অবসাদ দেখা দিতে পারে। পরিবারের কারণে চিন্তা বাড়ত পারে। আর্থিক সমস্যার আশঙ্কা আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
ক্রোধ আপনাকে সমস্যা ফেলতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন। শারীরিক জটিলতা।  প্রেমযোগ মিশ্র। ব্যবসায়ে আর্থিক ক্ষয়।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
উপযাচক হয়ে সাহায্য করতে গিয়ে ভুল বোঝাবুঝি। অপমানের কারণে মনোকষ্ট। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শারীরিক সমস্যা।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৩

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।