ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যার পথে ভোগান্তি, কর্মে উন্নতি তুলার

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
কন্যার পথে ভোগান্তি, কর্মে উন্নতি তুলার রাশিফল ফাইল ফটো

আজ কেমন যাবে
তারিখ: ১০/০৭/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
মতবিনিময় সম্পর্কের গভীরতা বাড়বে। পরিচিত কোনো ব্যক্তিকে নিয়ে প্রেমের সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে।

কর্মে মিশ্রযোগের প্রভাব। ব্যবসায় আর্থিক লাভ। বিদেশযাত্রার সুযোগ।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
নতুন পরিচিতি।  নিয়মের বাইরে গেলে মনে আনন্দ ফিরে পাবেন। নতুন কিছু সৃষ্টি। কাজে বাধা। প্রেম নিয়ে সংশয়। আর্থিক সমস্যা।  ভ্রমণের সুযোগ। যাত্রা শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
কাজে ব্যস্ততা। বন্ধু লাভ। কর্মে সফলতা। শারীরিক সমস্যায় ভোগান্তি। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কোন একজনের কথা-বার্তা, মতামত, কাজের ধরন আপনাকে প্রভাবিত করতে পারে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির পথে বাধা। বিদেশ যাত্রার পরিকল্পনা। পথে বাধা। উপহার প্রাপ্তি।  

 শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
কাজে বাধা-বিপত্তির সম্ভাবনা। বিদেশ বেড়িয়ে আসার সুযোগ।  প্রেমযোগ শুভ। সম্পত্তি নিয়ে সমস্যা। মানসিক কষ্ট। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে।

শুভ রং : কালো, শুভ সংখ্যা : ৩৭ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কর্মে বাধা। পথে ভোগান্তি। পায়ে আঘাতের সম্ভাবনা। প্রেম মিশ্র। সমস্যার সমাধান। আর্থিক বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৪

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
পারিবারিক চিন্তা। অপরিচিত দ্বারা প্রতারিত। বিনোদনের সুযোগ। নতুন বন্ধুলাভ। নতুন প্রেমের সম্ভাবনা। দাম্পত্য সুখ মিশ্র। কর্মে উন্নতি।  

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ৫ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
প্রেম নিয়ে চলতি সময়ে থাকবে নানা সমস্যা। দিনের শেষে আশার আলো। কর্মে বাধা। আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যার যোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
প্রতিবেশীদের দ্বারা সুখবর। পরিবারে সমস্যা থেকে মুক্তি। হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে। প্রেম-দাম্পত্যে মিশ্র ভাব।
 
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৭

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
একাধিক চিন্তায় মনসিক অস্থিরতা। সফলতার সম্ভাবনা। দাম্পত্যযোগ শুভ। ব্যবসায় সমস্যার সম্ভাবনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৮

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সম্পর্কের নানা বিষয় আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। কাজে অমনোযোগিতা। ব্যবসায় শুভযোগ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেমের ক্ষেত্রে নানা রকমের সমস্যা। ইতিবাচক মানসিকতা।  ব্যবসায় নতুন দিক উন্মোচন। বিনোদনের সুযোগ। আর্থিকযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।