ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের বিদেশভ্রমণ, মিথুনের আর্থিক ক্ষতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
কুম্ভের বিদেশভ্রমণ, মিথুনের আর্থিক ক্ষতি কুম্ভের বিদেশভ্রমণ, মিথুনের আর্থিক ক্ষতি

আজ কেমন যাবে
তারিখ: ১১/০৭/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
শেষ মুহূর্তের কোনো পরিবর্তন। পরিকল্পনায় চ্যালেঞ্জে।

প্রেম নিয়ে হতাশা। শিক্ষায় শুভযোগ। আঘাত লাগার শঙ্কা। রক্তক্ষরণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধুর কাজ আপনাকে বিরক্ত করতে পারে। হাতের কাজ শেষ করতে সমস্যা। প্রেমযোগ মিশ্র। চোখের সমস্যা। সন্তানকে নিয়ে চিন্তা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন)
বাইরের সমস্যা দ্বারা পরিবারের শান্তি বিঘ্নিত। উন্নতির যোগ থাকলেও কোনো একজন মানুষের প্রভাবে সেটি নষ্ট হতে পারে। আর্থিক ক্ষয়ক্ষতি।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই)
শুধু কথাবার্তা শুনে কাউকে বিশ্বাস না করাই শ্রেয়। উত্তর দিক থেকে শুভ খবর আসার সম্ভাবনা। প্রেমযোগ মোটের উপর শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
প্রেমযোগ শুভ। কিন্তু শুভযোগ বজায় থাকার পরেও প্রেম নিয়ে আপনার বিপক্ষে গভীর চক্রান্ত হতে পারে। আপনাকে প্রভাবিত করে এমন কিছু করিয়ে নেওয়া হতে পারে যা আপনি মন থেকে করতে চান না।  

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কথার মাধ্যমে আঘাত করতে পারে কেউ। শিক্ষায় শুভযোগ। কর্মে সমস্যা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
তর্কে না গিয়ে পারিবারিক বিষয়ে আপস করলেই আপনার পক্ষে সুবিধা হবে। প্রেম নিয়ে জটিলতা সামনে এলে অপেক্ষা করাই শ্রেয়। কর্মক্ষেত্রে উত্তেজনা এড়িয়ে যাওয়া দরকার। আর্থিক ক্ষেত্রে সমস্যা।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মাথা গরম পরিস্থিতি আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। কর্মে ক্লান্তি। প্রেমে অস্থিরতা। রক্তচাপ সমস্যা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো জরুরি জিনিস খুঁজে না পাওয়ার ফলে মেজাজ হারাতে পারেন। শিক্ষায় শুভযোগ। পথে ভোগান্তি। প্রেমযোগ শুভ। ব্যবসায় অগ্রগতি।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
সহকর্মীর দ্বারা সমস্যা। ব্যবসায় সমস্যা সমাধানের সম্ভাবনা। প্রেমযোগ কিছুটা সমস্যাসঙ্কুল থাকবে। মধুমেহ রোগে সমস্যা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭৭

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
শারীরিক সমস্যা। ইচ্ছাশক্তির উদ্যম কম। মানসিক অবসাদ। পরিবারকে পাশে পাবেন। ব্যবসা মিশ্র। বিদেশ ভ্রমণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অসৎ কাজ আদায়ের জন্য আপনাকে কেউ অর্থের প্রস্তাব দিতে পারে।   সতর্ক থাকা দরকার। প্রেম নিয়ে সমস্যার। পারিবারিক বিষয়ে কিছুটা সমস্যা কমবে। উচ্চরক্ত চাপে সমস্যা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।