ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর নতুন সুযোগ, মিথুনের ব্যবসায় সফলতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
ধনুর নতুন সুযোগ, মিথুনের ব্যবসায় সফলতা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ১২/০৭/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কাজের সময় অন্যে সমস্যা সৃষ্টি করবে। বিরক্ত তিক্ততায় পরিণত হতে পারে।

ব্যবসায় মূলধন বিনিয়োগ। আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা। প্রেমে সংশয়। মাথা যন্ত্রণা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম নিয়ে সমস্যা। সম্পর্ক ভাঙনের সম্ভাবনা। আর্থিক স্বচ্ছলতা।  পরিবারে শারীরিক সমস্যা। সম্পত্তি কেনার পরিকল্পনা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
বন্ধুর সাহায্যে প্রেমে সফলতা। কর্মে উন্নতিতে অপরের ঈর্ষা কারণ হয়ে দাঁড়াতে পারে। আর্থিকযোগ শুভ। ব্যবসায় সফলতা। শারীরিক সমস্যা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
পুরনো ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা। আর্থিক দিকে সুখবর আসতে পারে। নতুন উদ্যমে কাজ করার উৎসাহ পাবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১ 

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
রোজকার একই কাজের মধ্যে আসবে কিছুটা নতুনত্বের স্বাদ। প্রেমের সম্পর্কে উন্নতির যোগ। দাম্পত্য সমস্যা পরিবারের বরিষ্ঠদের মাধ্যমে সমাধান হবে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৮ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
চিকিৎসকের পরামর্শে খাবার বিষয়ে নিয়ন্ত্রণ আনতে হবে। শারীরিক সমস্যা। হঠাৎ প্রেম। আর্থিকযোগ শুভ। ব্যবসায় মন্দা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)  
কাজ করার উৎসাহ। মানসিক অস্থিরতা। পরিবারে সময় না দেওয়ার কারণে সমস্যা। আর্থিক ক্ষতি। প্রেমের সম্পর্কে সমস্যা।  

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৭১ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা। প্রেমে কষ্ট। আর্থিক ক্ষতি। মানসিক হতাশা। ব্যবসায় মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
নতুন সুযোগ আসতে পারে। বাধার সম্মুখীন। প্রেমে মিষ্টতা। হঠাৎ প্রাপ্তি।  পারিবারিক সমস্যা। মানসিক অস্থিরতা। আর্থিকযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
আপনার দুর্বলতা অন্যের হাসির কারণ হতে পারে। প্রেম নিয়ে সমস্যা থাকবে। আর্থিক ক্ষেত্রে ক্ষতির যোগ। পথে ভোগান্তি। শারীরিক অক্ষমতা।

 শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২০

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রত্যুৎপন্নমতিতে কাজ হাসিল। আর্থিক সমস্যার যোগ। প্রেম নিয়ে সমস্যা থাকবে। সঞ্চয়ের ইচ্ছা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
নতুন বন্ধু করার আগে সতর্ক হোন। প্রেমের সম্পর্ক নিয়ে সমস্যায় পড়তে পারেন। শিক্ষায় শুভযোগ। আর্থিক বিষয় নিয়ে সমস্যা থাকবে। কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হওয়ার যোগ।
 
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।