ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের কর্মে বাধা, মিথুনের আর্থিক সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
কুম্ভের কর্মে বাধা, মিথুনের আর্থিক সমস্যা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ১৩/০৭/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
বন্ধুর কারণে সমস্যার সম্মুখীন।   আপনার সাহায্যে অন্যের প্রেমে সুসম্পর্ক।

ত্যাগে মনে প্রফুল্লতা। দাম্পত্য সুখ মিশ্র।
 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
অপেক্ষা করুন কাঙ্ক্ষিত আশা পূর্ণ হবে। প্রেমযোগ শুভ। পারিবারিক আনন্দের যোগ আছে। আর্থিক ক্ষয়। ব্যবসা মিশ্র।
 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
ইচ্ছাশক্তি আজ আপনার ম‍ূল চালিকাশক্তি। পরিকল্পনা করুন, তবে বাস্তব রূপ এখনই না দেওয়াই ভালো। প্রেম নিয়ে সমস্যা কিছুটা কমবে। তবে আর্থিক সমস্যার যোগ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বিদেশ ভ্রমণে সমস্যা আছে। এখনই বিদেশে পা না বাড়ানোই ভালো। শিক্ষাক্ষেত্রে কঠিন অধ্যবসায় প্রয়োজন। প্রেম নিয়ে কিছু সমস্যা আসতে পারে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেমে কুপ্রস্তাব। বন্ধুদের মধ্যে আলোচনার কারণ হয়ে দাঁড়াতে পারেন। লক্ষ্য স্থির করুন। বাইরের সমস্যা ঘাড়ে উঠতে পারে। আর্থিক দিকে সতর্কতা দরকার।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
স্বপ্নগুলি সফল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। লটারি প্রাপ্তি। পরিচিত মানুষের দ্বারা বাধা সৃষ্টি।   মাথা ঠাণ্ডা রাখুন, সাফল্য আসবে। প্রেমযোগে বাধা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। আপনার সমস্যা মনের মানুষকে প্রকাশ করুন। প্রেমযোগ মিশ্র। ব্যবসা শুভ।

 
শুভ রং: লাল, শুভ সংখ্যা : ১৫

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপানকে নানাভাবে প্রলোভিত করার চেষ্টা হতে পারে। ফাঁদে পা দেবেন না। মিষ্টি কথা বলছে বা আপনার প্রশংসা করছে- এমন মানুষের থেকে সতর্ক থাকুন।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেম আপনার জীবনে আসবে খুব ধীরে। প্রেমের পদধ্বনি অনুভব করে মনের দরজা খুলুন। এমন হতেই পারে আপনার জীবনে প্রেম এলো কিন্তু আপনি দেরি করে ফেললেন।   মানসিক অস্থিরতা।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

  মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কিছু কথা ভুলতে না পেরে মানসিক কষ্ট। জীবনের নতুন দিকগুলির দিকে এগিয়ে যান। প্রেমযোগ ক্ষীণ। আকাশ-কুসুম না ভাবাই ভালো।
 

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

  কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনার যদি মনে হয় প্রেমের সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কে কিছুটা শিথিলতা আসছে, সেটি সমাধানের দ্রুত চেষ্টা করুন। এক্ষেত্রে সময় খুবই দামি। কর্মে বাধা আসবে। তবে আপানের সমস্যা পাশে পাবেন কাছের বন্ধুকে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)  
বিশ্বাস বদলে ফেলুন, বিশ্বাসের সম্মান না পাওয়ার সম্ভাবনাই বেশি।   সম্পর্কে বিষণ্নতা।   আর্থিক স্বচ্ছলতা মোটামুটি। দূরদেশ ভ্রমণ।
 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।