ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীনের লাল শুভ, ধনুর সাদা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
মীনের লাল শুভ, ধনুর সাদা রাশিফল

আজ কেমন যাবে

তারিখ: ১৫/০৭/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  

নতুন কোনো ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব আসতে পারে। প্রেমযোগে সফলতার সম্ভাবনা।

সফলতার পথে বারবারে বাধা আসবে। পরিবারের পছন্দ-অপছন্দের দিকে নজর দিতে হবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

 

সস্তায় কোনো জিনিস পেলে কেনার আগে সেই জিনিসের মান সম্পর্কে নিশ্চিত হোন। কেনার ক্ষেত্রে আপনার আবেগ, উত্তেজনা আর্থিক ক্ষতি করতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 

পরিবার ও প্রেম দু’টি বিষয় সামলাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে সমস্যা কিছুটা কমবে। বাড়তি খরচ আর্থিক সমস্যার কারণ হতে পারে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 

 

অন্যের কথায় প্রভাবিত হয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কোনো ব্যক্তি তার কাজ আদায় করতে আপনার নানা রকম প্রশংসা করবে। এই ধরনের ব্যক্তি সম্পর্কে সাবধান।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  

যিনি সোজাভাবে হাঁটেন না, যার চোখের মণি ঘোলাটে- এই দু’ধরনের মানুষ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। দাম্পত্যযোগে ছোট ছোট সমস্যা দেখা দিতে পারে।


শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

কর্মক্ষেত্র ও পরিবারে ক্ষতির সম্ভাবনা। এই ক্ষতি থেকে বাঁচতে সকালে উঠে কাককে খাবার দিন। প্রেম নিয়ে সমস্যা এখনই ঠিক হওয়ার নয়। নতুন সমস্যা আপনাকে বিচলিত করে তুলবে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)  

মুখে হাসি ও মনের ভেতর জমিয়ে রাখা হিংসা, এমন কোনো আত্মীয় দ্বারা ক্ষতির চেষ্টা। ভুল বুঝিয়ে পরিবার মন বিষিয়ে দিতে পারে। প্রেমিক-প্রেমিকার সম্পর্কেও নানা কথা বলে সে আপনার ক্ষতির চেষ্টা করবে।
 

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 

কোনো সহকর্মী আপনার এগোনোর পথে পিছন থেকে টেনে ধরবে। কর্মক্ষেত্রে প্রতিযোগীদের সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্রেও সমস্যা থাকবে।

 

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 

সমস্যা থেকে ধীরে ধীরে জট কাটানোর চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। সহনশীলভাবে সমস্যার সমাধান করতে হবে।

 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 

বারাবার চেষ্টা করেও কোনো কাজে সফল না হলে একটু বিরতি দিন। সঙ্গীর সাহায্য সমস্যা সমাধানের সম্ভাবনা। যৌথ ভাগ্য শুভ ফল দেবে। প্রেমযোগ শুভ।

 

 শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  

মানসিক মিল হচ্ছে না এমন মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে কাজের প্রতি উৎসাহ হারাতে পারেন। কিছুটা পথ আপনাকে এ ক্ষেত্রে একাই চলতে হবে। প্রেম নিয়ে সমস্যার সমাধান আসবে, তবে ধীরে ধীরে।

 

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 

বিড়ম্বনায় পড়েও উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যাবেন। কর্মক্ষেত্রে কথা বলার সময় সতর্ক থাকুন। নতুন করে কিছু শুরুর আগে ভাবুন। পথ বন্ধুর।

 

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

 

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭

এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।