ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

উন্নতি ঈর্ষার কারণ কুম্ভের, কর্কটের সামনে সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
উন্নতি ঈর্ষার কারণ কুম্ভের, কর্কটের সামনে সমস্যা উন্নতি ঈর্ষার কারণ কুম্ভের, কর্কটের সামনে সমস্যা

আজ কেমন যাবে
তারিখ: ১৭/০৭/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপনার চরিত্রের তিনটি জিনিস আপনাকে সমস্যায় ফেলে। মানুষকে পরীক্ষা না করেই বিশ্বাস, হঠাৎ ক্রোধ, চিন্তা না করেই কথা বলা।

প্রেমে বাধা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬১

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নতুন জিনিস গ্রহণ করার ক্ষেত্রে মনে বাধার উপক্রম। প্রেম নিয়ে সমস্যা। দাম্পত্য জটিলতা সমাধানের যোগ। অহেতুক অর্থ ব্যয়।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪৩

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
ভাবনা-চিন্তা না করে প্রতিশ্রুতি দেওয়ার ফলে সামাজিক ক্ষেত্রে ভুল ধারণা যেতে পারে। প্রেমযোগ শুভ। কর্মক্ষেত্রে অমনোযোগিতা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২৫

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। সামনে সমস্যা অনেকটাই বাড়বে। উত্তেজনার ফলে কর্মে ক্ষতি এবং পারিবারিক অশান্তির যোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
কাউকে বিশ্বাস করে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবুন। দাম্পত্য সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনে দ্বন্দ্ব। আর্থিক দিকে সতর্ক থাকা প্রয়োজন। কর্ম শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৫

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
অভিমান জমিয়ে প্রেমে দূরত্ব তৈরি হতে পারে। বন্ধু দ্বারা মনের ভাব প্রকাশ। অর্থে মিশ্রযোগ। ব্যবসায় মূলধন বিনিয়োগ। শারীরিক অবসাদ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশুভ গ্রহের আবির্ভাব। প্রেম নিয়ে চিন্তা। কর্মে উন্নতির যোগ। শিক্ষা নিয়ে দুশ্চিন্তা। ব্যবসায় জটিলতা।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫২

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অন্যকে দায়িত্ব দিয়ে দেখভাল না করলে সমস্যার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রেম নিয়ে সমস্যা কিছুটা মিটবে। ব্যবসায় মূলধন বিনিয়োগ। শারীরিক সমস্যা।
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৬

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো সিদ্ধান্ত নিয়ে মনে দ্বিধা আসতে পারে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় নতুন সুযোগ আসলে সেটিকে যতটা সম্ভব গোপন রাখুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কর্মস্থানে হতাশা পারিবারিক ক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ। শুভ দিক পশ্চিম। পশ্চিম দিক থেকে ভালো খবর আসার সম্ভাবনা। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনার উন্নতি অপরের ঈর্ষার কারণ হতে পারে। ক্ষতির সম্ভাবনা। দিনের মধ্যভাগে সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসায় নজর রাখুন। প্রেমের ক্ষেত্রেও আশপাশের মানুষের মতামত বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিকল্পনায় অন্যের প্রবেশে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। এর ফলে বিড়ম্বনা বাড়বে। প্রেমের ক্ষেত্রেও বাইরের মানুষ আপনাকে প্রভাবিত করতে পারে। আর্থিক দিক শুভ। ব্যবসা শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।