ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের শিক্ষায় শুভযোগ, মিথুনের সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
মকরের শিক্ষায় শুভযোগ, মিথুনের সমস্যা আজ কেমন যাবে

আজ কেমন যাবে
তারিখ: ১৮/০৭/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  

আপনার মতামত অন্যের কাছে যুক্তিহীন মনে হতে পারে। নিজের কাজ বিরত রেখে অন্য কাজের দায়িত্ব পেতে পারেন।

অংশীদারী ব্যবসায় সহকর্মীর কথায় গুরুত্ব দিন। পথে ভোগান্তি। প্রেমযোগ শুভ।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

নিজের কথা বুঝিয়ে বলতে না পারলে অন্যের কাছে অপ্রিয় হতে পারেন। কর্মক্ষেত্রে সুবিধা লাভে সমস্যা। ব্যবসায় বিতর্কে জড়ানোর সম্ভাবনা। প্রেম সমস্যার সমাধান।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)

নতুন কর্মক্ষেত্রে সমস্যা। শিক্ষা নিয়ে সমস্যার যোগ। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। আঘাত লাগার সম্ভাবনা। পথে সচেতন থাকুন।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

হাতের বাইরে চলে যাওয়া পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনতে ভোগান্তি। প্রেম নিয়ে সমস্যার। প্রেমের ক্ষেত্রেও ক্রোধ মারফত নেওয়া সিদ্ধান্ত সমস্যায় ফেলতে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  

পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে সিদ্ধান্তে বদল আসতে পারে। প্রেম নিয়ে সংশয়ের কারণে মনে বিভিন্ন প্রশ্ন। উচ্চশিক্ষায় শুভযোগ বর্তমান। দাম্পত্যযোগ শুভ। বিদেশ যাত্রায় শুভ ফল।  

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩ 

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

আপনাকে কোনো কাজের দায়িত্ব দেওয়ার আগে যথেষ্ট পরীক্ষার মুখে পড়তে হতে পারে। দায়িত্ব পাওয়া নিয়ে সমস্যা। অর্থপ্রাপ্তি। প্রেমযোগ শুভ। শারীরিক ভোগান্তি।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

নক্ষত্রের ইতিবাচক প্রভাবে মন আনন্দে থাকবে। তবে কিছু সময়ে মন ভারাক্রান্ত হতে পারে। শারীরিক কাজে প্রতিবন্ধকতা। হঠাৎ প্রাপ্তি। প্রেমে শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কনিষ্ঠ আঙুল বাঁকা এমন মানুষের থেকে সাবধান থাকুন। নক্ষত্রের প্রভাবে আপনার জীবনে সমস্যা পড়বে। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা। ব্যবসায় সমস্যার যোগ। প্রেমযোগ মিশ্র। দাম্পত্য সম্পর্কে অস্থিরতা।  

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

 

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কাজের ধরন নিয়ে উচ্চকর্তার প্রশ্নে আপনাকে বিড়ম্বনায় পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা বেশি সতর্ক থাকতে হবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। বিদেশ ভ্রমণের সুযোগ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  

মতবিনিময় করতে গিয়ে মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন। প্রেমযোগে বিতর্ক। কর্মে উন্নতির যোগ। শিক্ষায় শুভযোগ বর্তমান। কারও কথায় প্রভাবিত হয়ে সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  অন্যের বাক্যে মনে আঘাত লাগতে পারে। ক্রোধ সংযম করতে শিখুন। প্রেম নিয়ে কোনা বিতর্কের মধ্যে না গেলেই মঙ্গল।
 
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কর্মক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমযোগ শুভ। চিকিৎসা ক্ষেত্রে আর্থিক ব্যয়। ব্যবসায় আর্থিক অপচয়। হঠাৎ প্রাপ্তি। বিদেশ ভ্রমণের পরিকল্পনা। পানি জাতীয় রোগে সমস্যা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১৭

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এএ​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।