ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীনের উন্নতিতে বাধা, মেষের অর্থযোগ শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
মীনের উন্নতিতে বাধা, মেষের অর্থযোগ শুভ আজ কেমন যাবে

আজ কেমন যাবে
তারিখ: ২১/০৭/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে নাম জড়িয়ে নেতিবাচক রটনার সম্ভাবনা। প্রেমযোগে ইতিবাচক ফল।

দাম্পত্যযোগ শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
হাতের নাগালে এসেও সুযোগ হাতছাড়া। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে পরিচিত কেউ। প্রেম নিয়ে সংশয়। পরিবারের অমতে করা কোনো কাজের ফলে মানসিক যন্ত্রণা। ব্যবসায় মিশ্র ফল।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
আর্থিক প্রলোভনের ফাঁদে পা। কাছের মানুষের চক্রান্তে বিড়ম্বনার। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। প্রেম নিয়ে সমস্যা থাকবে। দাম্পত্যযোগে মিশ্র ফল।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়ে মুখ খুললে কিছুটা সমস্যা আসতে পারে। তবে সমস্যা সময়ের সঙ্গে কেটে যাবে। প্রেম নিয়ে পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ প্রাপ্তি।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
ছোট কোনো ঘটনায় ফলে সন্দেহ জাগার প্রবল সম্ভাবনা। শত্রুর গতিবিধির উপর নজর রাখুন। আপনার পেছনে চলা চক্রান্তের হদিস পেতে পারেন। প্রেমযোগে বাধা। আর্থিক শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আপনার হাতে অর্থ আসবে কিন্তু সঞ্চয় হবে না। চিকিৎসার কারণে আর্থিক ক্ষয়। প্রেমে সমস্যা। হঠাৎ প্রাপ্তি। বিদেশ ভ্রমণের সুযোগ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ব্যবসায়ীদের ব্যবসার দিকে বেশি নজর দিতে হবে। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা থাকবে। মানসিক অবসাদ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার উন্নতি আত্মীয়ের হিংসার কারণ উঠতে পারে। গোপনে ক্ষতি করার চেষ্টা। ব্যবসায় নতুন সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন চাকরি বা নতুন ব্যবসা শুরুর যোগ। প্রেমযোগ শুভ। দাম্পত্যযোগে সমস্যা। পারিবারিক সমস্যা বড় আকার নিতে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
হুজুগে মেতে অর্থ ব্যয়ের যোগ বর্তমান। প্রেম নিয়ে একাধিক ব্যক্তির মতামত আপনাকে সমস্যায় ফেলবে। কর্মে উন্নতির যোগ। শুভ খবর আসতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনার অসাফল্যের কারণ আপনার নেতিবাচক কিছু চিন্তা। কাজ শুরুর আগে পরিকল্পনা করে নিন। ধাপে ধাপে এগোলে সফলতা আসবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নতুন পরিচিতকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতিতে বাধা। পরিবারের কেউ আপনার বিরুদ্ধে সদস্যদের ভুল বোঝাতে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।