ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মিথুনের অর্থপ্রাপ্তি, ইচ্ছেপূরণ বৃষের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
মিথুনের অর্থপ্রাপ্তি, ইচ্ছেপূরণ বৃষের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ২২/০৭/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপনি হয়তো নিজেকে যথেষ্ট শান্ত এবং যুক্তিনিষ্ঠ বলে মনে করছেন কিন্তু আপনার আশপাশের লোকেরা আপনার ব্যবহার অপছন্দ করবে। প্রেমের ক্ষেত্রেও আপনার কিছু মতামত আপনার সঙ্গীর অপছন্দ হবে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কাজের ক্ষেত্রে নতুন মানুষ নতুন সুযোগ নিয়ে আসতে পারে। ইচ্ছেপূরণের সম্ভাবনা আছে। কিন্তু পুরো ফল লাভ করতে অপেক্ষা করতে হবে। প্রেম যোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
পছন্দের মানুষের কোনো প্রস্তাব আপনাকে হতাশ করতে পারে। প্রেম যোগে বাধা। কর্মে উন্নতির যোগ। মানসিক অবসাদ। অর্থপ্রাপ্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
জীবনের ইতিবাচক দিকগুলি আপনাকে কঠিন সময়ে সাহায্য করবে। প্রেম নিয়ে সমস্যা সমাধানের যোগ আছে। কর্মক্ষেত্রে উচ্চ পদাধিকারীর চোখে আপনার যোগ্যতা ধরা পড়বে। যাত্রা যোগে শুভ ফল লাভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১ 

সিংহসিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
দায়িত্ব পালন করতে গেলে আপনাকে পরিকল্পনা করতে হবে। শিক্ষায় বাধা এবং কর্মক্ষেত্রে শুভ যোগ আছে। প্রেম যোগে শুভ ফল লাভ হবে।
 
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কারো মানসিক অত্যাচার এর প্রতিবাদে আপনি মুখর হতে পারেন। আপনার দেখাদেখি আরও মানুষকে পাশে পাবেন। শারীরিক সমস্যার যোগ আছে। প্রেম যোগ শুভ। দাম্পত্য যোগে শুভ ফলের সম্ভাবনা।
 
শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৬

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
যে সব দম্পতি সন্তান ধারণের চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি শুভ। কর্মে উন্নতির যোগ আছে। প্রেম যোগ শুভ। কর্মক্ষেত্রে ইতিবাচক ঘটনা ঘটবে।

শুভ রং, নীল   শুভ সংখ্যা : ৯ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
প্রেম নিয়ে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। পরিবারের সবার সঙ্গে আনন্দের যোগ আছে। আপনার কাজে অন্যরা খুশি হবে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৩

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
পরিবারের কনিষ্ঠের কোনো সমস্যা আপনাকে এবং গোটা পরিবারকে বিচলিত করবে। দাম্পত্য যোগে সমস্যা হতে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। কর্মে মিশ্র যোগ।

শুভ রং :হলুদ,  শুভ সংখ্যা : ৯

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
ব্যবসায়ে কিছু সমস্যা সৃষ্টিকারী ঘটনা ঘটতে পারে। খুব শান্তভাবে সেই সমস্যার সমাধান করুন। নতুন কাজে সফলতা লাভ করবেন। প্রেম বাধা আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
শারীরিক সমস্যায় কারণে পরিকল্পনা বাতিল হতে পারে। যাত্রায় সমস্যার যোগ আছে। চুরি বা হারিয়ে যাওয়া নিয়ে সতর্ক থাকুন। প্রেম যোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
অন্যের জন্য আপনি মিথ্যে দোষের ভাগীদার হতে পারেন। বন্ধুর সম্মান বাঁচাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। মনের মানুষের কথা শুনে চলুন সমস্যার সমাধান হবে। যাত্রায় শুভ যোগ আছে।

শুভ রং :বাদামি,  শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।