ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের শুভ রং লাল, সিংহের শুভ সংখ্যা ২০

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
মকরের শুভ রং লাল, সিংহের শুভ সংখ্যা ২০ ছবি: প্রতীকী

আজ কেমন যাবে

তারিখ: ২৪/০৭/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
হতাশা কোনোভাবেই মনের গভীরে জায়গা দেবেন না। হতাশা থেকে মনে ক্ষোভের জন্ম হতে পারে।

প্রেম নিয়ে সমস্যাগুলি কারও সঙ্গে আলোচনা করলে মনে শান্তি পাবেন। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬৭

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
অপরিচিত পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আপনার সহকর্মী বা সতীর্থরা ধীরে ধীরে আপনার সঙ্গে মিশতে শুরু করবে। নতুন প্রেমের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা দরকার।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯১

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
কোনো কাজ করার পর আপনার মনে হতাশা, ক্ষোভ  কিংবা দুঃখ হতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে না রাখতে পারার ফলে নিজেই কিছুটা লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
রাশিচক্রে গ্রহের বিরূপ অবস্থানের জন্য প্রায় হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে আটকে যাবে। শিক্ষা নিয়ে পরিবারের ইচ্ছা ও আপনার ইচ্ছার পার্থক্য দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭৫

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করলে বিতর্ক এড়িয়ে গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। অন্যের ইচ্ছে বিরুদ্ধে কাউকে দিয়ে কাজ করাবার চেষ্টা করলে হিতে বিপরীত হবে। প্রেমের ক্ষেত্রে ছোট মাপের সমস্যা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২০

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পুরনো শারীরিক সমস্যা নতুন করে কষ্ট দিতে পারে। প্রেম নিয়ে সমস্যার সমাধানের রাস্তা দেখাতে পারে আপনার কোনো বন্ধু। বন্ধুর সাহায্যে নতুন প্রেমের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
নিজের ভুলের জন্য অন্যকে দোষ দিয়ে সমস্যার সমাধান হবে না। দায়িত্ব হাতে নিলে সেটিকে সম্পন্ন করতে একাধিক বাধা আসবে। শিক্ষাসূত্রে বিদেশ যাত্রার যোগ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেম নিয়ে বাইরের মানুষের সঙ্গে বা যেখানে একাধিক অপরিচিত মানুষ আছে সেখানে আলোচনা করবেন না। দাম্পত্যে কোনো সমস্যা আসতে পারে। সেটিকে সহজভাবে সমাধানের চেষ্টা করুন। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পরিবারের তরফে আপানর ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আপনার পক্ষে এই মুহূর্তে সেই সিদ্ধান্ত মেনে নেওয়াই শুভ। কর্মে উন্নতির যোগ স্পষ্ট। প্রেমের ক্ষেত্রে সফলতার যোগ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
পরিবারের কনিষ্ঠদের নয়ে সমস্যার সম্ভাবনা। আইনি জটিলতা দেখা দিতে পারে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের যোগ। প্রেমযোগে বাইরের কোনো ব্যক্তির তরফে বাধা আসতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
লাল, বেগুনি। খয়েরি বা লাল ছাপা পোশাক পরার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে বাধা আছে। বাধা আসতে পারে শিক্ষা এবং কর্মক্ষেত্রেও। পারিবারিক সাহায্য সবসময় পাবেন। দম্পতিদের মধ্যে সমস্যা মেটাতে পরিবারের কেউ মধ্যস্থতা করতে পারে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬৬

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ঋণ আশা করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়বেন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। বাড়তি খরচ নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।