ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর প্রেম নিয়ে সমস্যা, কন্যার ভুল কাজে চাপ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ধনুর প্রেম নিয়ে সমস্যা, কন্যার ভুল কাজে চাপ রাশিফল/ প্রতীকী

আজ কেমন যাবে
তারিখ: ২৫/০৭/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপনার যোগ্যতা সবাইকে দেখিয়ে দিতে পারবেন। নিজের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে।

প্রেম নিয়ে আঘাত আসতে পারে। তবে মানসিক জোর থাকলে সফলতা পাবেন। যাত্রাযোগে বাধা।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
একবার কাজ শুরু করার পর সেই কাজে থামলে সমস্যা বাড়বে। প্রেম নিয়ে সমস্যার যোগ। কর্মক্ষেত্রে সুযোগ আসবে। আর্থিক দিকে সমস্যা সমাধানের যোগ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজ হাসিল করার চেষ্টা হবে। কাজ হাসিল করে আপনার কোনো আত্মীয় বিপদে ফেলে চলে যেতে পারে। প্রেমযোগে বাধা। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
বারবার একই সমস্যায় পড়তে পারেন। প্রেম নিয়ে একই ধরনের সমস্যা বারবার ফিরে আসতে পারে। সমস্যা সমাধান করতে হলে ধীরে চলার নীতি নিন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
আপনার কাজের সুফল ভোগ করবে অন্য কেউ। কর্মক্ষেত্রে আপনার করা কাজের ফল অন্য কেউ নিয়ে নেবে। প্রেমযোগে কখনও শুভ কখনও সমস্যা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
মনের অস্থিরতা কাজে প্রভাব ফেলবে। প্রেম নিয়ে মনে নানা সংশয় থাকতে পারে। কাজে ভুল করা নিয়ে মনে চাপ বাড়তে পারে। শিক্ষায় শুভযোগ বর্তমান।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
আপনার পরিবারের মধ্যেই আপনার বিরুদ্ধে চক্রান্ত করার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সমস্যা আসবে কিন্তু সেই সমস্যার সমাধান হবে না। শারীরিক সমস্যা দেখা দিলে সেদিকে নজর দিন। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
দাম্পত্যে বিশ্বাসের অভাব আসতে দেবেন না। সমস্যার কথা খোলাখুলি জানান। প্রেম নিয়ে সমস্যার যোগ। আর্থিক সমস্যা বিভিন্ন মানুষকে জানালে সুবিধা কিছু হবে না। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
মুখে এক রকম কথা কিন্তু মনে অন্য রকম পরিকল্পনা করে আপনাকে সমস্যায় ফেলবে আপনার কোনো বন্ধু। শারীরিক সমস্যার ফলে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। প্রেম নিয়ে কিছু সমস্যা থাকবে। পরিবারের সাহায্যে কিছু সমস্যা সমাধানের যোগ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কোনো এক বন্ধু নীরবে আপনাকে সাহায্য করবে। অন্য কোনো বন্ধু আপনাকে সাহায্যের কথা বলে নিজের আখের গোছানোর চেষ্টা করবে। প্রেম নিয়ে এগোনোর আগে সব দিকে নজর দিন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
নিজের কাজের উত্তর কখনও কখনও নিজের কাছে দেওয়া অভ্যাস করুন। কোনো কাজ করে নিজের মনেই অনুতাপ হতে পারে। ভুল স্বীকার করলে আপনার উন্নতি হবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
আপনার সিদ্ধান্তের পক্ষে অন্যের মতামত নেওয়ার দরকার নেই। প্রেম নিয়ে নিজের মতে চলুন। প্রেমযোগ শুভ। পথে চুরি-ছিনতাইয়ের যোগ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।