ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্কটের কাজে অমনোযোগ, কন্যার কর্মে সাফল্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
কর্কটের কাজে অমনোযোগ, কন্যার কর্মে সাফল্য রাশিফল

আজ কেমন যাবে

তারিখ- ০৪/০৮/২০১

মেষ মেষ: এরিস (২১ মার্চ – ২০ এপ্রিল) 

শুভ খবর আসতে পারে। পরিবারে অতিথি আসার সম্ভাবনা।

কর্মে উন্নতি। ব্যবসায় সাফল্য। প্রেমে বাধা। দাম্পত্যযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ বৃষ: টরাস (২১ এপ্রিল – ২১ মে)

প্রেমে সাফল্য। কর্মে উন্নতি। ব্যবসায় সমস্যা। দাম্পত্য সুখ। শারীরিক সমস্যা। বিদেশ ভ্রমণে বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৫

মিথুন মিথুন: জেমিনি (২২মে – ২১ জুন)

কর্মক্ষেত্রে গোপন শত্রুতা। পারিবারিক সমস্যার সমাধান। প্রেমের ক্ষেত্রে সমস্যা। সন্তানকে নিয়ে চিন্তা। পথে চুরির সম্ভাবনা। যাত্রাযোগে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট কর্কট: ক্যানসার (২২ জুন – ২২ জুলাই)

কাজে অমনোযোগ। উৎসাহ হারাবেন। প্রেম মিশ্র। ব্যবসায় উন্নতি। পরিবারে সমস্যা। কোমরের হাড়ে সমস্যা।   দাম্পত্য মিশ্র। যাত্রা শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: লিও (২৩ জুলাই  - ২৩ আগস্ট) 

প্রেমের সম্পর্কে উন্নতি। দাম্পত্যে সমস্যার সমাধান। কর্মে বাধা। সহকর্মীর সঙ্গে মনোমালিন্য। ব্যবসা মিশ্র। বিদেশ ভ্রমণে বাধা। আর্থিক লাভের যোগ। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কন্যা কন্যা: ভার্গো (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

কর্মে সাফল্য লাভ। ব্যবসার সমস্যা সমাধান। প্রেমের বাধা কাটবে। সন্তানকে নিয়ে চিন্তা। শারীরিক সমস্যা। শুভ খবর। উপহার লাভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: লিব্রা (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

পারিবারিক বিষয়ে আত্মীয়দের প্রবেশ। দাম্পত্য সমস্যা। পরিবারের বড়দের সঙ্গে সমস্যা। কর্মে উন্নতি। ব্যবসায়ে সাফল্য। প্রেমে বাধা মুক্তি। আর্থিকযোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক বৃশ্চিক: স্করপিও (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

শারীরিক সমস্যার উন্নতি। কাজে সাফল্য। ব্যবসায় উন্নতি। প্রেমের ক্ষেত্রে বন্ধুর সাহায্য। পথে বাধা। দাম্পত্য সমস্যার সমাধান।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু ধনু: স্যাজিটেরিয়াস (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

প্রেমের সমস্যার সমাধান। নতুন কাজে উৎসাহ। ব্যবসায় সাফল্য। সম্পত্তি নিয়ে সমস্যা। পরিবারে মতবিরোধ। ভ্রমণের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২০

মকর মকর: কেপ্রিকর্ন (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

পরিবারের সঙ্গে আনন্দ। শুভ খবর। কর্মে উন্নতি। ব্যবসায় সাফল্য। ভ্রমণের যোগ। নতুন প্রেম। সম্পর্কে উন্নতি। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: অ্যাকোরিয়াস (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

প্রেমের প্রস্তাব। কর্মে উন্নতি। ব্যবসায় অংশীদারি সমস্যা। আর্থিকযোগ শুভ। দাম্পত্য সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

মীন মীন: পাইসেস (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

প্রেমে বাধা। দাম্পত্য সমস্যার সমাধান। আর্থিকযোগ শুভ। কর্মে উন্নতিতে বাধা। ব্যবসায় সমস্যার সমাধান। ভ্রমণের পরিকল্পনায় বাধা। শুভ দিক দক্ষিণ-পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।