ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীন-বৃশ্চিকের নতুন প্রেম, মিথুনের অর্থব্যয়ের যোগ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
মীন-বৃশ্চিকের নতুন প্রেম, মিথুনের অর্থব্যয়ের যোগ রাশিফল; প্রতিকী ছবি

আজ কেমন যাবে
তারিখ: ১০/০৯/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
বাতের ব্যথায় কষ্ট হতে পারে। কৃষিদ্রব্যের ব্যবসায় অর্থ বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন।

প্রেমের সম্পর্কে কোনো হঠকারিতামূলক সিদ্ধান্ত নেবেন না। প্রেম ও দাম্পত্য সুখের। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪১

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষেত্রে আপনার কাজের অভিনবত্ব গড়ে তুলুন। কারিগরি বিদ্যার প্রশিক্ষণ বা ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণের ক্ষেত্রে বিদ্যার্থীরা কোনো কর্মের যোগাযোগ পেতে পারেন। দাম্পত্যে অশান্তির সুযোগ নেবে আত্মীয়রা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৪

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
পারিবারিক খাতে অর্থব্যয়ের যোগ।   অতিরিক্ত স্বার্থপরতার কারণে প্রিয়জনের বিরাগভাজন হবেন। মেশিনারি পার্টস বা কৃষিজাত দ্রব্যের ব্যবসায় লাভ। শারীরিক সুস্থতা ফিরে পাবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বিদেশযাত্রায় বাধামুক্তি। প্রেমে সফলতা লাভ করবেন। কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সবার সঙ্গে আলোচনা বিবেচ্য। চাকরিজীবীরা কর্মস্থল পরিবর্তনের কোনো খবর পেতে পারেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেমে কোনো আত্মীয়ের বাধা সামনে আসতে পারে। আপনার সুন্দর অভিব্যক্তি ও ব্যক্তিত্ব দ্বারা সবার মন জয় করুন। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারেন। শিক্ষা শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
অতীতের কোনো সমস্যার প্রভাব বর্তমান জীবনে টানবেন না। আর্থিক ক্ষেত্রে সবার চাহিদা মেটানোর চেষ্টা করুন। প্রেমে সফলতা আসবে।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
পরিবারে মনোমালিন্য ও দাম্পত্যে সমস্যা দেখা দিতে পারে। বাড়ি কেনাবেচা নিয়ে জ্ঞাতিদের সঙ্গে আলোচনায় বসতে হতে পারে। ব্যবসায়ীরা পৈতৃক ব্যবসায় বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন।

শুভ রং :  হলুদ,  শুভ সংখ্যা : ৯২

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সামাজিকতা ও লৌকিকতার কারণে অনিচ্ছা থাকলেও ব্যয় হবে।   বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্ত্রীর মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। প্রেমের সম্ভাবনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আর্থিক ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলবেন। প্রেমের সম্পর্কে মনের মানুষের পরামর্শ অনুযায়ী চললে সমস্যার সমাধান সম্ভব। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯৬

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আয় বাড়বে তবে সব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নিন। বিদ্যার্থীরা শিক্ষা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবেন। প্রেমযোগ শুভ। পরিবারে সঙ্গে বিনোদন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

লিভারের সমস্যা থাকলে খাবারের বিষয়ে সাবধান হবেন। কর্মে বাধা আসতে পারে। ব্যবসায় কর্মীদের ভুলে সমস্যা বাড়বে। পেটের রোগ। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯১

 

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

নতুন প্রেমের সম্ভাবনা। পরিশ্রমসাধ্য কোনো কাজ দেরিতে হলেও শ্রমের স্বীকৃতি মিলবে। আর্থিক লাভ হতে পারে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।