ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বৃশ্চিকের চাকরিতে পদোন্নতি, মিথুন ব্যবসায়ীদের লাভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বৃশ্চিকের চাকরিতে পদোন্নতি, মিথুন ব্যবসায়ীদের লাভ রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২৭/০৯/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
রাশিচক্রে পারিবারিক ক্ষেত্রে বাধা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে।

যাত্রাযোগ শুভ থাকলেও রাস্তায় সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে সমস্যার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আগমনের যোগ। প্রেমযোগ বিঘ্নযুক্ত।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
পারিবারিক সমস্যাগুলিকে বড় আকার নিতে দেবেন না। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ। পারিবারিক সমস্যা জটিল আকার ধারণ করবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
চাকরিজীবীদের জন্য দিনটি মধ্যম। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। ছাত্রদের জন্য আজকের দিনটি শুভ। যাত্রাযোগ শুভ। ধনপ্রাপ্তির যোগ আছে। গৃহিণীদের জন্য দিনটি মিশ্র কাটবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কর্কটযাত্রাযোগ শুভ হওয়ায় ভ্রমণের সম্ভাবনা। দীর্ঘদিনের কোনো জটিলতা থেকে রেহাই মিলতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। পরিবারের মধ্যে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
সিংহদিনটি ছাত্রদের জন্য শুভ। ব্যবসায়ীদের পক্ষে কিছুটা সমস্যা থাকলেও দিনের শেষে সমাধান হয়ে যাবে। দিনটি আনন্দের খবর নিয়ে আসতে পারে। বাড়িতে আত্মীয়দের আগমন ঘটতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
ব্যবসায় অর্থলাভের যোগ। চাকরিতে উন্নতির সম্ভাবনা। পরিবারে অশান্তির আশঙ্কা। প্রেমযোগ ক্ষীণ। কর্মক্ষেত্রে অর্থলাভ হতে পারে। গৃহিণীদের পরিবার নিয়ে দুশ্চিন্তা ঘিরে থাকবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
আর্থিকযোগ শুভ। তবে প্রেমযোগে বাধা। দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য থাকবে। পড়াশোনায় উন্নতির সুযোগ। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
শুভ প্রভাবের ফলে ব্যবসায় আয় বাড়বে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সুযোগ। প্রেমযোগ আছে। গৃহিণীদের দিনটি কাটবে ব্যস্ততায়। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
কর্মক্ষেত্র ও ব্যবসায় সম্ভাবনা দেখা দেবে। তবে পরিবারে নতুন কোনো জটিলতা দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ। পরিবারে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। পরিবারে সমস্যা বাড়লেও কর্মক্ষেত্রে দিনটি শুভ। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমযোগ থাকলেও তা গ্রহের অবস্থানের কারণে কিছুটা দুর্বল। তবে ব্যবসায় আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
গ্রহের প্রভাবে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। নতুন পরিকল্পনায় সাফল্য আসবে। ব্যবসায় উন্নতির যোগ। প্রেমযোগ শুভ। পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়ার যোগ আছে। ভ্রমণের সুযোগ আসতে পারে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। মীন রাশির জাতকদের ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। চাকরিতে উন্নতির সুযোগ। গৃহিণীদের জন্য দিনটি থাকবে কর্মব্যস্ত। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।